করোনাভাইরাস: প্রতিটি জেলাকে অ্যাডভাইসরি, তৈরি ক্যুইক রেসপন্স টিম, অযথা ওষুধ-মাস্কের দাম বাড়ানো হচ্ছে, বললেন মমতা
মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, রাজ্যে এখনও পর্যন্ত কারও শরীরে করোনার প্রমাণ মেলেনি
কলকাতা: চিন ছাড়িয়ে নোভেল করোনা ভাইরাস ঢুকে পড়েছে আমাদের দেশেও। ক্রমেই বাড়ছে চিনা ভাইরাসের আতঙ্ক! যাতে বাদ নেই এরাজ্যও। কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নোভেল করোনা আক্রান্ত সন্দেহে এই মুহূর্তে ৯ জন ভর্তি রয়েছেন। শুক্রবার তাঁদের মধ্যে এক বাংলাদেশি নাগরিক এবং ইন্দোনেশিয়া ফেরত পূর্ব মেদিনীপুরের এক বাসিন্দা দু’জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে নাইসেডে। বাকিদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই পরিস্থিতিতে অযথা আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন নবান্নে করোনা-পরিস্থিতি নিয়ে বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এরপরই তিনি সকলকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রতিটি জেলাকে অ্যাডভাইসরি দেওয়া হয়েছে। ক্যুইক রেসপন্স টিম তৈরি করা হয়েছে। করোনা নিয়ে অহেতুক আতঙ্কিত হবেন না। অন্তর্দেশীয় উড়ানেও চেকিং-এর ব্যবস্থা থাকা উচিত। ’ মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, রাজ্যে এখনও পর্যন্ত কারও শরীরে করোনার প্রমাণ মেলেনি। তিনি বলেন, ‘রাজ্যে কারও শরীরে করোনা ভাইরাস মেলেনি। অযথা ওষুধের দাম, মাস্কের দাম বাড়ানো হচ্ছে। মানুষের বিপদের সময় ওষুধের দাম বাড়ানো উচিত নয়। পুলিশকে বলা হয়েছে নজর রাখতে। প্রয়োজনীয় ওষুধ ও মাস্কের জন্য কেন্দ্রকে চিঠি দেওয়া হবে। ’ সকলের উদ্দেশ্যে তাঁর আহ্বান, অযথা আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যসচেতন হতে। বলেন, ‘আতঙ্কিত হবেন না, ঠিক সময় চিকিৎসককে দেখান। বারবার হাত ধুয়ে ফেলুন। হাঁচি, কাশির সময় রুমাল ব্যবহার করুন। নিজে সুস্থ থাকুন, অন্যকেও সুস্থ রাখুন।’ তিনি মনে করিয়ে দেন, ‘জ্বর, কাশি, শ্বাসকষ্ট হলেই করোনা নয়।’ স্কুলে যাওয়ার সময় শিশুদের প্রতি বিশেষ নজর দেওয়ার কথাও বলেন তিনি।