Corona Update: একদিনে দু হাজার ছাড়াল সংক্রমণ, করোনা ফের বাড়ছে রাজ্যে
রাজ্যের করোনা পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমিত কলকাতায়।
কলকাতা: একদিনে মৃত ৭ জন। নতুন করে আক্রান্ত ২০৫৮। রাজ্যের করোনা পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমিত কলকাতায়। পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। কলকাতা ও উত্তর ২৪ পরগনার পরে সংক্রমণের হারে তৃতীয় স্থানে হাওড়া। গত ২৪ ঘণ্টায় কলকাতায় মৃত্যু হয়েছে তিনজনের। উত্তর ২৪ পরগনা ও হুগলিতে মারা গিয়েছেন একজন করে। মালদা ও মুর্শিদাবাদে একজন করে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। সব মিলিয়ে আজ পর্যন্ত রাজ্যে মৃতের সংখ্যা ১০৩৫৫। আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৯৭ হাজার ৬৩৪। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২২ জন।
রাজ্যে ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা। সংক্রমণের সংখ্যায় প্রত্যেক দিনই ছাপিয়ে যাচ্ছে আগের দিনের পরিসংখ্যান। নতুন করে সংক্রমণ বাড়ায় উদ্বেগে চিকিৎসক ও বিশেষজ্ঞরা। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ভারতে কি আরও ভয়াবহ হয়ে উঠছে করোনা? সেকেন্ড ওয়েভে দৈনিক সংক্রমণ কি এক লক্ষের গণ্ডি পার করে দেবে? দেশে দৈনিক করোনা সংক্রমণ ৯০ হাজার পার করে দেওয়ার পর উঠতে শুরু করেছে এই প্রশ্ন! রবিবার দৈনিক সংক্রমণের নিরিখে গত ২৪ ঘণ্টায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলকে টপকে গিয়েছিল ভারত।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড সংক্রমণের প্রায় ৮২ শতাংশই মহারাষ্ট্র, কর্ণাটক, ছত্তীসগঢ়, দিল্লি, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, পঞ্জাব ও মধ্যপ্রদেশ - এই ৮ রাজ্যে। এই পরিস্থিতিতে রবিবার উচ্চ পর্যায়ের বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, আরও বেশি সংখ্যায় করোনা পরীক্ষা, করোনা আক্রান্ত বা উপসর্গ আছে এমন মানুষদের চিহ্নিতকরণ, করোনা চিকিৎসার উন্নত পরিকাঠামো এবং করোনার টিকাকরণের মতো বিষয়গুলির ওপর জোর দেওয়া হয়েছিল সেই বৈঠকে।
বাংলাতেও ভয়াবহ চেহারা নিচ্ছে করোনা। রাজ্যে বিধানসভা নির্বাচন চলছে। প্রার্থীদের বিরুদ্ধে করোনাবিধি না মেনে প্রচারের অভিযোগ উঠছে অহরহ। বীরভূমের মুরারইয়ে তৃণমূলের প্রার্থী বদল করতে হয়েছে করোনার জেরে। আব্দুর রহমানের বদলে নতুন প্রার্থী হয়েছেন মোশারফ হোসেন।