এক্সপ্লোর
Advertisement
ব্রিটেনে সাময়িক বন্ধ হলেও ভারতে অ্যাসট্রাজেনেকা-অক্সফোর্ড করোনা ভ্য়াকসিনের পরীক্ষা চলছে, জানাল সিরাম ইনস্টিটিউট
মার্কিন সংবাদ ওয়েবসাইট স্ট্য়াট-এর প্রতিবেদনে প্রকাশ, ওষুধ নির্মাণকারী সংস্থা অ্যাসট্রাজেনেকা জানিয়েছে, আমাদের স্ট্যান্ডার্ড রিভিউ প্রসেস চালু করতে হয়েছে এবং আমরা একটি নিরপেক্ষ কমিটিকে দিয়ে সুরক্ষা সংক্রান্ত তথ্য খতিয়ে দেখতে নিজে থেকেই ভ্যাকসিন প্রয়োগ এখন স্থগিত রেখেছি।
নয়াদিল্লি: অ্যাসট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় মিলে কোভিড-১৯ মোকাবিলায় যে ভ্যাকসিন তৈরি করছে, ব্রিটেনে তার ট্রায়াল সাময়িক স্থগিত রাখা হয়েছে। ট্রায়ালে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের একজনের শরীরে সন্দেহভাজন ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ার পর এই পদক্ষেপ। তবে ভারতে ওই ভ্যাকসিনের পরীক্ষা, ট্রায়াল থামানো হয়নি, তা চলছে বলে জানাল পুণের সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (সিআইআই)। তারা বিবৃতি দিয়েছে, অ্যাসট্রাজেনেকার ব্রিটেনে ট্রায়াল স্থগিত রাখার ব্য়াপারে আমরা কিছু বলতে পারব না, শুধু এটুকুই বলতে পারি, রিভিউ বা খতিয়ে দেখার প্রক্রিয়া হিসাবে ট্রায়াল আপাততঃ বন্ধ রয়েছে, শীঘ্রই ফের শুরু হবে। ভারতে ট্রায়াল যথারীতি এগিয়ে চলেছে আর আমরা কোনও সমস্যাতেও পড়িনি।
মার্কিন সংবাদ ওয়েবসাইট স্ট্য়াট-এর প্রতিবেদনে প্রকাশ, ওষুধ নির্মাণকারী সংস্থা অ্যাসট্রাজেনেকা জানিয়েছে, আমাদের স্ট্যান্ডার্ড রিভিউ প্রসেস চালু করতে হয়েছে এবং আমরা একটি নিরপেক্ষ কমিটিকে দিয়ে সুরক্ষা সংক্রান্ত তথ্য খতিয়ে দেখতে নিজে থেকেই ভ্যাকসিন প্রয়োগ এখন স্থগিত রেখেছি। জানা গিয়েছে, যে সম্ভাব্য কোভিড-১৯ ভ্য়াকসিন ঘিরে বিপুল প্রত্যাশা তৈরি হয়েছে, ব্রিটেনে তার পরীক্ষা অনেকটাই চূড়ান্ত স্তরে রয়েছে। কিন্তু এক অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকের শরীরে তার ক্ষতিকর প্রভাব দেখা গিয়েছে বলে খবরের জেরে সাময়িক ট্রায়াল বন্ধ রয়েছে। অ্য়াসট্রাজেনেকা তদন্ত করে দেখছে, পার্শ্ব প্রতিক্রিয়ায় তার মারাত্মক অসুস্থ হয়ে পড়ার সঙ্গে ভ্যাকসিন শটের কোনও সম্পর্ক আছে কিনা।
বড়সড় মেডিকেল ট্রায়াল, স্টাডি বা পরীক্ষানিরীক্ষা সাময়িক বন্ধ রাখা নতুন কিছু নয়। যে কোনও সিরিয়াস বা অপ্রত্যাশিত প্রতিক্রিয়ার তদন্ত করে দেখাটাও সুরক্ষা সংক্রান্ত টেস্টিংয়ের অঙ্গ। অ্যাসট্রাজেনেকা বলেছে, হতে পারে ঘটনাটি নিছকই কাকতালীয়। হাজার হাজার মানুষের মধ্যে সব ধরনের অসুস্থতাই দেখা দিতে পারে।
প্রসঙ্গত, নোভেল করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় যেসব ভ্যাকসিন তৈরির, পরীক্ষানিরীক্ষার প্রক্রিয়া চলছে, সেগুলির মধ্যে সবচেয়ে বেশি আশার আলো দেখাচ্ছে অ্যাসট্রাজেনেকা ও অক্সফোর্ডেরটি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement