এক্সপ্লোর
Advertisement
উন্নাওয়ের নির্যাতিতা, পরিবার, প্রত্যক্ষদর্শীর নিরাপত্তার বিষয়ে স্টেটাস রিপোর্ট চাইল দিল্লির আদালত
এইমসের ট্রমা সেন্টারের প্রধান চিকিৎসক রাজেশ মালহোত্র জানিয়েছেন, নির্যাতিতার অবস্থা এখনও আশঙ্কাজনক।
নয়াদিল্লি: উন্নাওয়ের নির্যাতিতা, তাঁর পরিবারের লোকজন ও প্রত্যক্ষদর্শীর নিরাপত্তার বিষয়ে কী অবস্থান নেওয়া হয়েছে, সিবিআই-কে স্টেটাস রিপোর্ট দিয়ে জানাতে বলল দিল্লির একটি আদালত। গতকাল রাতেই নির্যাতিতাকে উন্নত চিকিৎসার জন্য দিল্লি নিয়ে আসা হয়েছে। তাঁর সঙ্গে পরিবারের যে সদস্যরা এসেছেন, তাঁদের যাতায়াত ও থাকার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটাও জানতে চেয়েছেন বিচারপতি ধর্মেশ শর্মা।
সুপ্রিম কোর্টের নির্দেশে প্রতিদিন উন্নাওয়ের মামলার শুনানি চলছে। গতকাল মূল অভিযুক্ত কুলদীপ সিংহ সেঙ্গার ও তাঁর সঙ্গী শশী সিংহকে আদালতে পেশ করা হয়। ধর্ষণের পাশাপাশি দুর্ঘটনারও তদন্ত চালাচ্ছে সিবিআই। ১০ জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, এইমসের ট্রমা সেন্টারের প্রধান চিকিৎসক রাজেশ মালহোত্র জানিয়েছেন, ‘নির্যাতিতার অবস্থা এখনও আশঙ্কাজনক। চিকিৎসকদের একটি দল তাঁর চিকিৎসা চালাচ্ছে। তিনি অসুস্থ থাকায় লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য ওষুধ দেওয়া হচ্ছে।’
অন্যদিকে, আজ এইমসে গিয়ে নির্যাতিতার মায়ের সঙ্গে দেখা করেন দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল। তিনি জানিয়েছেন, নির্যাতিতার অবস্থা আশঙ্কাজনক। মহিলা কমিশন তাঁর পরিবারকে সবরকমভাবে সাহায্য করছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement