RG Kar update: নবান্নে মুখ্যসচিবের সঙ্গে দেখা করতে চেয়ে ফের চিঠি চিকিৎসকদের
ABP Ananda LIVE : সিজিও কমপ্লেক্স, নিজাম প্যালেস ও নবান্নে আজ যাচ্ছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের প্রতিনিধিরা। নবান্নে মুখ্যসচিবের সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি পাঠিয়েছেন চিকিৎসকরা। নিজাম প্য়ালেসে তদন্তকারী অফিসারদের সঙ্গে দেখা করার জন্য়ও ডাক্তারদের তরফে দেওয়া হয়েছে চিঠি।
আরও খবর, রাজ্য়জুড়ে বিজেপির সদস্য় সংগ্রহ অভিযানের টার্গেট পূরণ করতে কালঘাম বঙ্গ বিজেপির। বাঁকুড়ায় বিজেপির সদস্য় সংগ্রহ করলে পুরস্কার মেলার বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বাঁকুড়ায় বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার তরফে। চলতি মাসের ৩০ তারিখের মধ্য়ে ১৫০ জন বিজেপির সদস্য সংগ্রহ করলে একটি মোদি জ্য়াকেট। ৭৫ জন সদস্য় সংগ্রহ করতে পারলে মিলবে ১০০ টাকা। বাঁকুড়ায় বিজেপির বিজ্ঞপ্তি ঘিরে জোর বিতর্ক।
জমি বিবাদকে কেন্দ্র করে ইসলামপুরে ব্যবসায়ী হোটেল ও বাড়িতে তাণ্ডব। ব্যবসায়ীর বাড়ি ও হোটেলে ভাঙচুর। সুশীল সাহা নামে অপর ব্যবসায়ীর বিরুদ্ধে দুষ্কৃতীদের নিয়ে হামলার অভিযোগ।