(Source: ECI/ABP News/ABP Majha)
Covid 19 Cases:সেপ্টেম্বরে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা হতে পারে ৪ লক্ষ, সতর্কবার্তা নীতি আয়োগের , ২ লক্ষ আইসিইউ বেডের সুপারিশ
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, নীতি আয়োগ করোনার দ্বিতীয় ঢেউয়ের পর বেশি সংখ্যা হাসপাতালগুলিতে আলাদা কোভিড বেড প্রস্তুত রাখার কথা বলেছে।
নয়াদিল্লি: ভারতে করোনাভাইরাস অতিমারীর আরও ভয়ঙ্কর রূপ দেখা যেতে পারে। নীতি আয়োগ করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্কবার্তা জারি করল। নীতি আয়োগ আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, আগামী সেপ্টেম্বরেই করোনা সংক্রমণ শিখর ছুঁতে পারে এবং দৈনিক আক্রান্তর সংখ্যা ৪ থেকে পাঁচ লক্ষ হয়ে যেতে পারে। আর এরমধ্যে প্রতি ১০০ জন আক্রান্তের মধ্যে ২৩ জনকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করতে হতে পারে। নীতি আয়োগ বলেছে, এজন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুই লক্ষ আইসিইউ বেড প্রস্তুত রাখার প্রয়োজন রয়েছে।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, নীতি আয়োগ করোনার দ্বিতীয় ঢেউয়ের পর বেশি সংখ্যা হাসপাতালগুলিতে আলাদা কোভিড বেড প্রস্তুত রাখার কথা বলেছে। নীতি আয়োগ বলেছে, সেপ্টেম্বরের মধ্যে দুই লক্ষ আইসিইউ বেড প্রস্তুত হওয়া প্রয়োজন। এছাড়াও ১.২ লক্ষ ভেন্টিলেটর যুক্ত আইসিইউ বেড এবং সাত লক্ষ অক্সিজেনের সরবরাহের সুবিধাযুক্ত বেড ও ১০ লক্ষ কোভিড আইসোলেশন কেয়ার বেড থাকা দরকার।
নীতি আয়োগ এর আগে ২০২০-র সেপ্টেম্বরেও করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা প্রকাশ করেছিল। ওই সময় নীতি আয়োগ করোনা আক্রান্ত প্রতি ১০০ জনের মধ্যে ২০ জনের হাসপাতালে ভর্তির বন্দোবস্ত করার প্রয়োজনীয়তার কথা বলেছিল। কিন্তু এবার এক্ষেত্রে তৃতীয় ঢেউয়ে আরও বেশি সংক্রমণের আশঙ্কা ব্যক্ত করা হয়েছে এবং একইসঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সুপারিশ সরকারের কাছে পাঠিয়ে দিয়েছে বলে জানানো হয়েছে।
ভারতে বর্তমানে গত ৫৬ দিনে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ৫০ হাজারের নিচেই রয়েছে। রবিবার স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, করোনায় দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল ৩০,৯৪৮। একদিনে মৃতের সংখ্যা ছিল ৪০৩। করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ৩৪ হাজার ৩৬৭।দেশে করোনায় সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৫৭ শতাংশ।, যা গত মার্চের পর সবচেয়ে বেশি। দেশে অ্যাক্টিভ আক্রান্তর হার ১.০৯ শতাংশ, যা ২০২০-র মার্চের পর সবচেয়ে কম।