এক্সপ্লোর
কোয়ারেন্টিন সেন্টারে সুরেলা বাঁশির তালে নাচ করোনা আক্রান্তদের, ভিডিও ভাইরাল
ভিডিওতে দেখা গিয়েছে, কোয়ারেন্টিন সেন্টারে একদল করোনভাইরাস আক্রান্ত হাল্কা মেজাজে গানের সুরে তাল মিলিয়ে নাচছেন। ভিডিওতে এক ব্যক্তিকে বাঁশিতে ফুঁ দিতে দেখা যাচ্ছে। আর বাঁশির সুরেলা আওয়াজ মুগ্ধ করে বাকিদেরও।
![কোয়ারেন্টিন সেন্টারে সুরেলা বাঁশির তালে নাচ করোনা আক্রান্তদের, ভিডিও ভাইরাল Covid 19 patients spotted dancing and singing a quarantine centre in Assams Dibrugarh কোয়ারেন্টিন সেন্টারে সুরেলা বাঁশির তালে নাচ করোনা আক্রান্তদের, ভিডিও ভাইরাল](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/07/25024108/pic.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ডিব্রুগড়: মনোবল তুঙ্গে থাকলে কোনও কিছুই পেড়ে ফেলতে পারে না। এমনকি বর্তমানের কঠিন সময়েও না। অসমের ডিব্রুগড়ের একটি কোয়ারেন্টিন সেন্টারের এক ভিডিও ক্লিপ যেন তারই প্রমাণ। ভিডিওটি সম্প্রতি ইন্টারনেটে সামনে এসেছে।
ভিডিওতে দেখা গিয়েছে, কোয়ারেন্টিন সেন্টারে একদল করোনভাইরাস আক্রান্ত হাল্কা মেজাজে গানের সুরে তাল মিলিয়ে নাচছেন। ভিডিওতে এক ব্যক্তিকে বাঁশিতে ফুঁ দিতে দেখা যাচ্ছে। আর বাঁশির সুরেলা আওয়াজ মুগ্ধ করে বাকিদেরও। করতালি দিয়ে এবং মুখের ভাষায় উচ্ছ্বাস ব্যক্ত করেন তাঁরা।কেউ কেউ তো সুরের ছন্দে নাচতেও শুরু করে দেন। কয়েক মুহুর্ত পরে তাঁরা গান গাইতেও শুরু করেন।
সংবাদসংস্থা এএনআই ভিডিওটি শেয়ার করার পর থেকে ২২ হাজারের বেশি ভিউ হয়েছে। বলাই বাহুল্য ভিডিওটি নেটিজেনদের নজর কেড়েছে। তাঁরা তাঁদের মুগ্ধ প্রতিক্রিয়াও জানিয়েছেন।
সম্প্রতি কর্ণাটকের বেল্লারির একটি কোভিড-১৯ কেয়ার সেন্টারে একদল উপসর্গহীন আক্রান্ত হঠাত্ করেই গানের আসর বসান। আর সেই আসরে মনের আনন্দে নাচেন তাঁরা। ওই ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)