এক্সপ্লোর
Advertisement
অর্থনীতি গতিবেগ হারাচ্ছে, উন্নতির জন্য ব্যাপক রদবদল দরকার, বলছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর
এ মাসের ৩ থেকে ৬ তারিখ পর্যন্ত আর্থিক নীতি কমিটির বৈঠক হয়। আজ সেই বৈঠকের আলোচ্য বিষয়গুলি প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক।
মুম্বই: ভারতীয় অর্থনীতি গতিবেগ হারাচ্ছে বলে জানালেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। তাঁর মতে, উন্নতির জন্য আর্থিক নীতিতে ব্যাপক রদবদল দরকার। রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর পক্ষেও সওয়াল করেছেন তিনি।
এ মাসের ৩ থেকে ৬ তারিখ পর্যন্ত আর্থিক নীতি কমিটির বৈঠক হয়। আজ সেই বৈঠকের আলোচ্য বিষয়গুলি প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক। বৈঠকে শক্তিকান্ত বলেন, ‘আর্থিক বৃদ্ধির হার যে কমে গিয়েছে, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ২০১৯-২০ অর্থবর্ষে মুদ্রাস্ফীতির হার চার শতাংশের নীচে থাকবে বলে মনে হচ্ছে। দু’বার সুদের হার কমানোর পরেও, আর্থিক উন্নতির কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। আর্থিক উন্নতির জন্য উপযুক্ত নীতি গ্রহণ করতে হবে। আমার মতে, মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানো উচিত। আর্থিক সংস্কারও দরকার।’
আর্থিক নীতি কমিটির সদস্য তথা রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর বিরল আচার্য বলেন, ‘গত দুই ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধি দুর্বল হয়েছে। আমার দ্বিধা থাকলেও বলছি, সুদের হার ৬ শতাংশ থেকে কমিয়ে ৫.৭৫ শতাংশ করা উচিত।’ কমিটির অন্য সদস্যরাও সুদের হার কমানোর পক্ষে মতপ্রকাশ করেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement