এক্সপ্লোর
Advertisement
লক্ষ্য করেছেন, আজ এই সময়ে রোদে বেরলেও পড়ল না ছায়া?
আজব শোনালেও, শুক্রবার দুপুরে এমনই বিরল মহাজাগতিক ঘটনা ঘটে গেল কলকাতা ও সংলগ্ন হাওড়ার কিছু অংশে। কেন হল এরকম?
কলকাতা: মাথার ওপর নীল আকাশ। গনগনে রোদ। অথচ কলকাতার রাস্তাঘাটে বেরিয়ে এক বিরল অভিজ্ঞতার সাক্ষী হতে হল অনেককে। মাটিতে পড়ল না কারও ছায়া!
আজব শোনালেও, শুক্রবার দুপুরে এমনই বিরল মহাজাগতিক ঘটনা ঘটে গেল কলকাতা ও সংলগ্ন হাওড়ার কিছু অংশে। কেন হল এরকম?
বিজ্ঞানীরা বলছেন, শুক্রবার বেলা ১১.৩৬ মিনিটে কিছুক্ষণের জন্য কলকাতার ঠিক মাথার উপর ছিল সূর্য। সামান্য হলেও কোনও কৌণিক অবস্থানে নয়। তার ফলে কিছুক্ষণের জন্য উলম্বভাবে পোঁতা কোনও বস্তুর কোনও ছায়া দেখা গেল না। ছায়া দেখা গেল না কোনও ল্যাম্পপোস্ট বা কোনও খুঁটিরও।
জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, শুক্রবার ২২.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ অতিক্রম করছে সূর্য। তার ফলে, এদিন কলকাতায় ঠিক বেলা ১১.৩৬ মিনিটে সূর্য ছিল মাথার উপরে। পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার সূত্রের খবর, প্রতি বছরই ৪ থেকে ৭ জুনের মধ্যে একবার এবং ৫ থেকে ৭ জুলাইয়ের মধ্যে একবার এমন ঘটনা ঘটে। সাধারণত, কর্কটক্রান্তি রেখার দক্ষিণে থাকার জন্য প্রতি বছরই ২ বার করে সূর্য কলকাতার ঠিক মাথার উপর দিয়ে যায়। সূর্য তার উত্তরায়ণের পথে ৫ জুন এবং দক্ষিণায়নের ফিরতি পথে ৭ জুলাই কলকাতা-হাওড়ার একই অক্ষাংশে পৌঁছবে। তাই এই দুই দিনে বেলা ১১টা ৩৬ মিনিটে সূর্য ঠিক মাথার উপরে সু-বিন্দুতে থাকবে। তাই উলম্বভাবে অবস্থিত কোনও কিছুরই ছায়া পড়বে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement