PM Modi Somnath Visit: সন্ত্রাস দিয়ে পদদলিত করা যাবে না বিশ্বাসকে, জঙ্গিদের উদ্দেশে কড়া বার্তা প্রধানমন্ত্রীর
শুক্রবার গুজরাতের সোমনাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
নয়াদিল্লি: আফগানিস্তানে তালিবান আতঙ্কের মধ্যেই জঙ্গিদের উদ্দেশে কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ‘সন্ত্রাস দিয়ে পদদলিত করা যাবে না বিশ্বাসকে’, হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শুক্রবার গুজরাতের সোমনাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি সোমনাথ বিহারস্থান, সোমনাথ এগজিবিশন সেন্টার এবং নতুন করে সাজিয়ে তোলা মন্দিরের পুরনো অংশ ভার্চুয়ালি উদ্বোধন করেন। শ্রী পার্বতী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানী।
এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ধর্মীয় পর্যটন বাড়ানোর উদ্যোগ নিতে হবে। এর মাধ্যমে তরুণদের কর্মসংস্থানও হবে। আমাদের অতীতের বিষয়ে তরুণরা জ্ঞানলাভও করতে পারবে। সন্ত্রাসের মাধ্যমে কখনও বিশ্বাসকে পদদলিত করা যাবে না। আমাদের অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত।’
৪৭ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে সোমনাথ বিহারস্থান। পুণ্যার্থীদের সুবিধার্থেই এই বিহারস্থান তৈরি করা হয়েছে। পর্যটনে উৎসাহ দেওয়ার লক্ষ্যেই তৈরি করা হয়েছে সোমনাথ এগজিবিশন সেন্টার। সেখানে পুরনো সোমনাথ মন্দিরের ভাঙা অংশ রাখা হয়েছে। অতীতে সোমনাথ মন্দির কেমন ছিল, সেটা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সাড়ে তিন কোটি টাকা খরচ করে সোমনাথ মন্দিরের পুরনো অংশ নতুন করে সাজিয়ে তোলা হয়েছে।
সোমনাথ মন্দির ভারতের অন্যতম প্রাচীন মন্দিরগুলির অন্যতম। বারবার এই মন্দিরে আক্রমণ হয়েছে। ভেঙে দেওয়া হয়েছে মন্দির, লুটপাট চালানো হয়েছে। কিন্তু তারপর ফের নতুন করে তৈরি হয়েছে এই মন্দির। ইনদওরের রানি অহল্যবাই এই মন্দির তৈরি করেছিলেন। সেই কারণে এই মন্দিরের অপর নাম অহল্যবাই মন্দির। এবার পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে মন্দির প্রাঙ্গনকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। মন্দিরের অংশও বাড়ানো হয়েছে।
শ্রী পার্বতী মন্দির তৈরির জন্য খরচ ধরা হয়েছে ৩০ কোটি টাকা। এর মধ্যে আছে গর্ভগৃহ ও নৃত্যমণ্ডপ।