এক্সপ্লোর
পিএমসি ব্যাঙ্ক জালিয়াতিতে সমস্যায় পড়া ব্যক্তিদের সঙ্গে দেখা অর্থমন্ত্রীর, দ্রুত সমাধানের আশ্বাস
তিনি জানিয়েছেন, আজই রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের সঙ্গে দেখা করে পিএমসি ব্যাঙ্কের গ্রাহকদের সমস্যার কথা জানাবেন।

নয়াদিল্লি: পিএমসি ব্যাঙ্ক জালিয়াতির ফলে সমস্যায় পড়া ব্যক্তিদের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি জানিয়েছেন, আজই রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের সঙ্গে দেখা করে পিএমসি ব্যাঙ্কের গ্রাহকদের সমস্যার কথা জানাবেন। দ্রুত এই সমস্যা সমাধানেরও আশ্বাস দিয়েছেন তিনি। আজ মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে বিজেপি দফতরের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন পিএমসি ব্যাঙ্ক জালিয়াতিতে ক্ষতিগ্রস্ত হওয়া ব্যক্তিরা। তাঁদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী বলেন, ‘পিএমসি ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্কের অধীনস্থ। ফলে অর্থমন্ত্রকের সরাসরি কিছু করার নেই। তবে আমি নিজের মন্ত্রকের সচিবদের গ্রামোন্নয়ন ও নগরোন্নয়ন মন্ত্রকের কাছ থেকে এ বিষয়ে খোঁজ নিতে বলেছি। রিজার্ভ ব্যাঙ্কের প্রতিনিধিরাও সমস্যা সমাধানের চেষ্টা করছেন। প্রয়োজন হলে আইনে বদল আনা হবে।’
Smt @nsitharaman meets the customers of Punjab & Maharashtra Co-operative (PMC) Bank in Mumbai and listens to their concerns. pic.twitter.com/3whZHcaB8e
— NSitharamanOffice (@nsitharamanoffc) October 10, 2019
পিএমসি ব্যাঙ্কের এক গ্রাহক অবশ্য প্রতারিত হয়ে ক্ষুব্ধ। তিনি বলেছেন, ‘কে কী করছে আমি জানি না। আমার কিছু যায়-আসে না। আমি শুধু টাকা ফেরত চাই। আমি ব্যাঙ্কে যত টাকা জমা রেখেছি, সেটা আর রোজগার করতে পারব না।’ খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
বাংলাদেশ
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের






















