এক্সপ্লোর
২০১৯-র লোকসভা নির্বাচনে দিল্লিতে বিজেপির হয়ে ভোটে দাঁড়াতে পারেন গৌতম গম্ভীর?

নয়াদিল্লি: রাজনীতির ময়দানে নতুন ইনিংস শুরু করতে পারেন ওপেনিং ব্যাটসম্যান গৌতম গম্ভীর। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। আগামী লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে ভোটে লড়াই করতে পারেন গম্ভীর।
জানা গেছে, দিল্লিরই কোনও আসনে গম্ভীরকে প্রার্থী করা হতে পারে। ২০১৬-তে শেষবার ভারতীয় দলের হয়ে রাজকোটে টেস্ট ম্যাচে খেলতে দেখা গিয়েছিল তাঁকে।
গম্ভীর দিল্লির বাসিন্দা। তাই মনে করা হচ্ছে, দিল্লিরই কোনও একটি আসনে প্রার্থী করা হতে পারে তাঁকে। যদিও এ ব্যাপারে গম্ভীরের কোনও প্রতিক্রিয়া এখন জানা যায়নি।
মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ২০০৭-এর টি ২০ বিশ্বকাপ এবং ২০১১-র বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল গম্ভীরের।
খারাপ ফর্মের জন্য দীর্ঘদিনই ভারতীয় দলে সুযোগ পাননি তিনি। ২০১৩-তে শেষবার ভারতের হয়ে রঙিন জার্সিতে দেখা গিয়েছিল তাঁকে। যদিও গম্ভীর ঘরোয়া ক্রিকেটে খেলা অব্যাহত রেখেছেন।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন। কিন্তু গত ১১ তম আইপিএলে নাইট রাইডার্স ছেড়ে দিল্লি ডেয়ার ডেভিলসের অধিনায়ক হয়েছিলেন তিনি। কিন্তু ব্যাটে সাফল্যের অভাবে মাঝপথেই অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান






















