Goa Election 2022: সোমবার গোয়ায় ভোটগ্রহণ, ২৬ আসনে লড়ছে তৃণমূল
Elections 2022: সোমবার তিন রাজ্যে বিধানসভা ভোট। নজরে গোয়া, উত্তরাখণ্ড। দ্বিতীয় দফা ভোট হবে উত্তরপ্রদেশে। গোয়ায় বিধানসভা নির্বাচন লড়ছে তৃণমূল। উত্তরাখণ্ডে সরকার ধরে রাখার চ্যালেঞ্জ বিজেপি-র।
নয়াদিল্লি: সপ্তাহের প্রথম দিনই বাংলার (West Bengal) চার পুরসভার ভোটের (Municipal Election) ফলপ্রকাশ। সেই সঙ্গে সবার নজর থাকবে গোয়া (Goa), উত্তরাখণ্ড (Uttarakhand) ও উত্তরপ্রদেশ (Uttar Pradesh) বিধানসভা নির্বাচনের (Assembly Elections 2022) দিকেও। সোমবার গোয়ার মোট ৪০ আসনে ভোটগ্রহণ। উত্তরপ্রদেশে দ্বিতীয় দফায় ভোট ৫৫টি আসনে। ৭০টি আসনে ভোটগ্রহণ উত্তরাখণ্ডে।
বাংলায় তৃতীয়বার ক্ষমতায় আসার পর জাতীয় স্তরে সংগঠন বিস্তারে জোর দিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। ত্রিপুরায় পুরভোটে লড়ার পর, তৃণমূলের মিশন গোয়া। এবার গোয়ায় ৪০টি আসনেই কার্যত বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা। তৃণমূল ২৬টি ও জোট শরিক মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি ১৩টি আসনে লড়ছে। আম আদমি পার্টি প্রার্থী দিয়েছে ৩৯টি আসনে। কংগ্রেস ৩৭ ও তাদের শরিক বিজয় সরদেশাইয়ের গোয়া ফরওয়ার্ড পার্টি ৩টি আসনে প্রার্থী দিয়েছে। শাসক বিজেপি লড়ছে ৪০ আসনে। বিজেপি টিকিট না দেওয়ায় প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরের ছেলে উৎপল পানাজি আসন থেকে লড়ছেন নির্দল হয়ে।
এদিকে, ভোটের আগে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে তৃণমূল ও আম আদমি পার্টির তরজা। তৃণমূলের অভিযোগ, ভুয়ো ভিডিও ছড়িয়ে তাদের ভাবমূর্তির ক্ষতি করতে চাইছে আম আদমি পার্টি। গোয়ার মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে নালিশ জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব।
গোয়ার পাশাপাশি সোমবার উত্তরপ্রদেশের ৫৫টি আসনে দ্বিতীয় দফার ভোট। এই অঞ্চলের আখ চাষিদের সমস্যাই ভোটের অন্যতম ইস্যু। উত্তরপ্রদেশের দ্বিতীয় দফায় শাহজাহানপুর, রামপুর, মোরাদাবাদ, বরেলি, বিজনৌর, আমরোহা, বদাঁয়ু-র মতো নজরকাড়া কেন্দ্রে ভোটগ্রহণ।
প্রায় দু’দশক আগে উত্তরপ্রদেশ ভেঙে তৈরি হয়েছিল উত্তরাখণ্ড। দেবভূমি নামে পরিচিত এই রাজ্যের ৭০টি আসনে সোমবার ভোটগ্রহণ। এক বছরের মধ্যে উত্তরাখণ্ডে তিনজন মুখ্যমন্ত্রী বদলের পরে পুষ্কর সিং ধামিকে মুখ করে ভোটে লড়ছে শাসক দল বিজেপি। খাতিমা আসনে থেকে লড়ছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের মুখ হরিশ রাওয়াত প্রার্থী লালকুঁয়া কেন্দ্রে। আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কর্নেল অজয় কোথিয়াল গঙ্গোত্রী আসনে লড়ছেন।