এক্সপ্লোর
Advertisement
শহরের রাস্তা সারাই,গর্ত বোজানোর ক্ষেত্রেও একই তৎপরতা দেখতে পাব তো! কঙ্গনার বাড়ি ভাঙার নিন্দায় হনসল, অপূর্ব, দিয়া
শিবসেনা নেতাদের সঙ্গে দিনের পর দিন বাকযুদ্ধে জড়িয়েছেন কঙ্গনা। কঙ্গনার অভিযোগ, তাঁদের রোষে পড়েছেন তিনি।
মুম্বই: কঙ্গনা রানাউতের বাড়ি ভাঙার নিন্দা করলেন পরিচালক হনসল মেহতা, অপূর্ব আসরানি, দিয়া মির্জা প্রমুখ। দীর্ঘদিন পর বুধবার মুম্বই ফেরেন কঙ্গনা। তাঁর বাড়ির একটি অংশ ভেঙে দিয়েছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন। শিবসেনা নেতাদের সঙ্গে দিনের পর দিন বাকযুদ্ধে জড়িয়েছেন কঙ্গনা। কঙ্গনার অভিযোগ, তাঁদের রোষে পড়েছেন তিনি।
এর আগে বারকয়েক কঙ্গনার মতের বিরদ্ধে কথা বলেছেন অপূর্ব। কিন্তু এক্ষেত্রে তিনি টুইট করেছেন, ‘লকডাউনের মধ্যে এমন প্রতিহিংসামূলক আচরণ ঠিক নয়। কঙ্গনার কথা পছন্দ না হলে কেউ কথায় জবাব দিতেই পারেন। কঙ্গনা মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেছেন, এটা নিন্দনীয়। কিন্তু তার জবাব দিতে এই কাজটা ঠিক নয়। মনে হচ্ছে শিবসেনা যেন কঙ্গনার কথাকেই সত্য প্রমাণ করল এই কাজের মধ্য দিয়ে।’
হনসল মেহতা পরিচালিত সিমরান ছবিতে কঙ্গনা অভিনয় করেছিলেন। হনসল বলছেন, ‘কঙ্গনার বাড়ির বেআইনি অংশ যে তৎপরতার সঙ্গে বিএমসি ভেঙে ফেলল, তেমন তৎপরতা তো আন্ধেরি ওয়েস্ট-এর বেআইনি পার্কিং লট পরিষ্কার করার জন্য দেখি না। শহরের রাস্তা সারাই, গর্ত বোজাই করার ক্ষেত্রেও একই তৎপরতা দেখতে পাব তো?’
কঙ্গনার নানা কথায় বিরক্ত দিয়া মির্জাও এবার বাড়ি ভাঙার প্রশ্নে তাঁর পাশে দাঁড়িয়ে বলেছেন, কঙ্গনা মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করছে এটা খুব খারাপ ব্যাপার। কিন্তু সেজন্য একজনের বাড়ির বেআইনি অংশ ভেঙে ফেলার জন্য মিউনিসিপালিটি তড়িঘড়ি ছুটল বুলডোজার নিয়ে, এমন কাজের ব্যাপারে মনে প্রশ্ন জাগে বৈকি!
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement