সন্ত্রাস মোকাবিলায় সাহায্য চাই? বললেই পাকিস্তানে সেনা পাঠিয়ে দেব: ইমরানকে ‘প্রস্তাব’ রাজনাথের
রাফালের কার্যকারিতা সম্পর্কে এদিন উচ্ছ্বসিত ছিলেন রাজনাথ। বলেন, ভারতের হাতে আগেই যদি রাফাল চলে আসত, তাহলে বালাকোটে পাক-অধিকৃত কাশ্মীরে ঢোকারই প্রয়োজন হতো না।
করনল(হরিয়ানা): সন্ত্রাস মোকাবিলা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘পরামর্শ’ দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। জানালেন, প্রতিবেশী রাষ্ট্র যদি সত্যিই নিজেদের ভূমিতে সন্ত্রাস মোকাবিলা করতে উদ্যোগী হয়, তাহলে তাদের সামরিক সহায়তা করতে প্রস্তুত ভারত। সেক্ষেত্রে প্রয়োজনে পাকিস্তানে সশস্ত্র বাহিনীও পাঠাবে ভারত।
রাজনাথ বলেন, আমি পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে একটা প্রস্তাব দিতে চাই। আপনি যদি সন্ত্রাস মোকাবিলায় সত্যিই আন্তরিক হোন, তাহলে আমরা আপনাকে সাহায্য করব। আপনি আমাদের সেনা চান, তাহলে আমরা তাও পাঠিয়ে সাহায্য করব।
हमारा तो यह मानना है कि पाकिस्तान आतंकवाद के ख़िलाफ़ ईमानदारी से जंग लड़े और यदि उसके अंदर आतंकवाद के ख़िलाफ़ लड़ने की कूवत नहीं है तो वह भारत का सहयोग प्राप्त करे। हमारी सरकार आतंकवाद के ख़िलाफ़ लड़ाई लड़ने में पाकिस्तान का सहयोग करने को तैयार है। pic.twitter.com/NarHCS83uM
— Rajnath Singh (@rajnathsingh) October 13, 2019
একইসঙ্গে, কাশ্মীর নিয়ে ইমরানকে একহাত নেন প্রতিরক্ষামন্ত্রী। বলেন, আমি ইমরানের বক্তব্য শুনছিলাম, যেখানে তিনি বলেছেন, কাশ্মীর স্বাধীন না হওয়া পর্যন্ত তিনি লড়াই চালিয়ে যাবেন। তিনি (ইমরান) আরও বলেছেন, যে কাশ্মীর ইস্যুটি আন্তর্জাতিক মঞ্চে উত্থাপন করবেন। এই প্রেক্ষিতে ইমরানের উদ্দেশ্যে রাজনাথ বলেন, ভুল যান কাশ্মীরকে। এসব বিষয়ে চিন্তাও করবেন না। আপনি বিষয়টি তুলতেই পারেন। কোনও লাভ হবে না। কাশ্মীর নিয়ে আমাদের ওপর কেউ চাপসৃষ্টি করবে না।
ইমরান নেতৃত্বাধীন পাক-প্রশাসনকে আক্রমণ করে রাজনাথ যোগ করেন, ১৯৪৭ সালে আপনারা দেশকে দু’টুকরো করেছিলেন। কিন্তু, ১৯৭১ সালে, আপনাদের দেশ ফের ভেঙে দুভাগ হয়। রাজনাথের পরামর্শ, পাকিস্তানের উচিত নিজেদের ভাবনাচিন্তাকে পাল্টানো, না হলে এই পরিস্থিতি চলতে থাকলে কোনও শক্তি পাকিস্তানের ভাঙন আটকাতে পারবে না।
पाकिस्तान कश्मीर को भूल जाए।१९४७ में Two Nation Theory के आधार पर भारत का विभाजन करा दिया गया। मगर १९७१ में फिर पाकिस्तान के दो टुकड़े हो गए। यदि ऐसे ही हालात बने रहे तो पाकिस्तान को बिखरने से दुनिया की कोई ताक़त रोक नहीं सकती। pic.twitter.com/YlJOdoFcdJ
— Rajnath Singh (@rajnathsingh) October 13, 2019
রাফালের কার্যকারিতা সম্পর্কে এদিন উচ্ছ্বসিত ছিলেন রাজনাথ। বলেন, ভারতের হাতে আগেই যদি রাফাল চলে আসত, তাহলে বালাকোটে পাক-অধিকৃত কাশ্মীরে ঢোকারই প্রয়োজন হতো না। ভারতে বসেই, ওই শিবিরগুলি ধ্বংস করে দিতাম।
यदि हमारे पास पहले ही राफ़ेल होता तो बालाकोट में मौजूद आतंकवादी ठिकाने को ध्वस्त करने के लिए पाकिस्तान जाने की भी ज़रूरत नहीं पड़ती। यह विमान भारत की धरती से ही वहाँ मौजूद आतंकी ठिकाने का सफ़ाया कर देता। pic.twitter.com/X8wL5aXrTh
— Rajnath Singh (@rajnathsingh) October 13, 2019