এক্সপ্লোর
Advertisement
আইআইটি জেইই ২০২০: ভর্তির মাপকাঠি শিথিল, ঘোষণা কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর
দেশজুড়ে করোনা অতিমারীর কারণে এ বছর বিভিন্ন বোর্ডের পরীক্ষা সম্পূর্ণ হতে পারেনি।
নয়াদিল্লি: প্রবেশিকা পরীক্ষার নিয়ম এ বছর আগের থেকে অনেকটা শিথিল করে দিচ্ছে দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি)। দেশের বিভিন্ন বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা করোনা অতিমারীর কারণে আংশিক বাতিল হওয়ার জন্যই এই ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল। তিনি ট্যুইট করে জানিয়েছেন জেইই (অ্যাডভান্সড)-এর গণ্ডি পেরোতে পেরেছেন, এমন পড়ুয়ারা আইআইটি-তে প্রবেশের সুযোগ পাবেন, তাঁদের দ্বাদশ শ্রেণির ফল যেমনই হোক না কেন। যাঁরা জেইই (অ্যাডভান্সড)-এর গণ্ডি পেরোতে পারেনি ,তাদের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কম করে ৭৫ শতাংশ নম্বর পেতে হবে অথবা প্রবেশিকা পরীক্ষায় প্রথম কুড়ির মধ্যে থাকতে হবে।
দেশজুড়ে করোনা অতিমারীর কারণে এ বছর বিভিন্ন বোর্ডের পরীক্ষা সম্পূর্ণ হতে পারেনি। বিকল্প পদ্ধতি অবলম্বন করে ফল প্রকাশ করা হয়েছে। কখনও গড়ে নম্বর দেওয়া হয়েছে। কখনও বা ইন্টারনাল অ্যাসেসমেন্টকে ভিত্তি করা হয়েছে। সেজন্যই আইআইটি প্রবেশিকা পরীক্ষার নিয়মে শৈথিল্য আনা হয়েছে। জেইই মেইন-এর পরীক্ষা হতে চলেছে আগামী ১ থেকে ৬ সেপ্টেম্বর। আবার জেইই অ্যাডভান্সড (যা আইআইটি দ্বারা পরিচালিত)-এর দিন ধার্য করা হয়েছে ২৭ সেপ্টেম্বর। মনে রাখতে হবে এই পরীক্ষাগুলি আগেই বার দুয়েক বাতিল হয়েছে। তাই দিন ধার্য হলেও পরিস্থিতি অনুকূল দেখে তবেই পরীক্ষা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement