Independence Day 2021 Live: বড়সড় সংস্কারের জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছার, বললেন মোদি
75th Independence Day 2021 Celebration Live Updates:আজ ৭৫তম স্বাধীনতা দিবস। করোনা আবহে কড়া নিরাপত্তার মধ্যে দেশজুড়ে পালিত হচ্ছে দিনটি।

Background
নয়াদিল্লি: আজ ৭৫তম স্বাধীনতা দিবস। করোনা আবহে কড়া নিরাপত্তার মধ্যে দেশজুড়ে পালিত হচ্ছে দিনটি। সকাল ৭টায় রাজঘাটে মহাত্মা গাঁধীর সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। এরপর লালকেল্লায় পতাকা উত্তোলন করবেন তিনি। প্রধানমন্ত্রীকে পতাকা উত্তোলনে সাহায্য করবেন নৌবাহিনীর লেফটেন্যান্ট কম্যান্ডার পি প্রিয়ম্বদা সাহু।
এই প্রথমবার স্বাধীনতা দিবসে লালকেল্লার অনুষ্ঠানে পুষ্পবৃষ্টি করবে বায়ুসেনার হেলিকপ্টার। এদিন দেশের চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে লালকেল্লা থেকে অষ্টমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীকে দেওয়া হবে গার্ড অফ অনার। উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, তিন বাহিনীর প্রধান ও চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। ৭৫ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নেতৃত্ব দেবে ভারতীয় নৌবাহিনী।
অনুষ্ঠানে থাকবেন টোকিও অলিম্পিক্সে স্বর্ণপদকজয়ী নীরজ চোপড়া-সহ ৩২ জন ক্রীড়াবিদ। করোনাজয়ীদের জন্য থাকছে বিশেষ এনক্লোজার।
Independence Day 2021 Live: এবার থেকে সৈনিক স্কুলের দরজা খুলল সব মেয়েদের জন্য, লালকেল্লার ভাষণে ঘোষণা প্রধানমন্ত্রীর
এতদিন সৈনিক স্কুলে পড়তে পারতেন সেনাকর্মীদের মেয়েরাই। এবার থেকে সৈনিক স্কুলের দরজা খুলল সব মেয়েদের জন্য। লালকেল্লার ভাষণে ঘোষণা প্রধানমন্ত্রীর।
75th Independence Day Live: দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে স্বাধীনতার ৭৫ তম দিবস উদযাপন
দিল্লিতে ২৪ আকবর রোডে কংগ্রেসের সদর দফতরে স্বাধীনতার ৭৫ তম দিবস উদযাপন। অনুষ্ঠানে ছিলেন সনিয়া গান্ধী।






















