Corona Update:দেশে করোনার দাপট অব্যাহত, টানা তিনদিন দৈনিক আক্রান্তর সংখ্যা ৫০ হাজারের বেশি
শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তর সংখ্যা ৫১,৬৬৭। মৃত্যু হয়েছে ১,৩২৯ করোনা আক্রান্তর।
![Corona Update:দেশে করোনার দাপট অব্যাহত, টানা তিনদিন দৈনিক আক্রান্তর সংখ্যা ৫০ হাজারের বেশি India reports 51667 new COVID19 cases 64 527 recoveries and 1 329 deaths in the last 24 hours Corona Update:দেশে করোনার দাপট অব্যাহত, টানা তিনদিন দৈনিক আক্রান্তর সংখ্যা ৫০ হাজারের বেশি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/24/5f28dcb4b02609db1253cddced00eced_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: দেশে করোনাভাইরাসের দাপট অব্যাহত। এই নিয়ে টানা তিনদিন দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের বেশিই রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তর সংখ্যা ৫১,৬৬৭। মৃত্যু হয়েছে ১,৩২৯ করোনা আক্রান্তর। এর আগে বুধবার দেশে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ছিল ৫৪,০৬৯, মঙ্গলবার এই সংখ্যা ছিল ৫০,৮৪৮। গত ২৪ ঘণ্টায় সুস্থের সংখ্যা ৬৪,৫২৭ জন।অর্থাৎ, অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যা কমেছে ১৪,১৮৯।
দেশে করোনায় মৃত্যুর হার ১.৩০ শতাংশ। অন্যদিকে, রিকভারি হার ৯৬ শতাংশ। অ্যাক্টিভ আক্রান্তর হার ২ শতাংশের মতো। অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যার নিরিখে বিশ্বে ভারত তৃতীয় স্থানে। মোট আক্রান্তর সংখ্যায় ভারত দ্বিতীয় স্থানে। মৃতের সংখ্যার নিরিখে আমেরিকা ও ব্রাজিলের পর বিশ্বে তৃতীয় স্থানে ভারত।
দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১ লক্ষ ৩৪ হাজার ৪৪৫। সুস্থ হয়ে ওঠার সংখ্যা ২ কোটি ৯১ লক্ষ ২৮ হাজার ২৬৭। মোট অ্যাক্টিভ আক্রান্ত ৬ লক্ষ ১২ ৮৬৮। মোট মৃতের সংখ্যা ৩ লক্ষ ৯৩ হাজার ৩১০।
মহারাষ্ট্রে গতকাল করোনা আক্রান্তর সংখ্যা ছিল ৯,৮৪৪। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬০ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যুর সংখ্যা ১৯৭। সবমিলিয়ে মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১,১৯,৮৫৯।
মধ্যপ্রদেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ৭,৮৯,৫৬১। করোনা অতিমারীতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮,৮৪৯।
জম্মু ও কাশ্মীরে নতুন করে ৪৪৮ জন করোনা আক্রান্ত হয়েছে। সবমিলিয়ে সেখানে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩,১৩,৪৭৬। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে সাত জনের। সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪,২৮৪।
পঞ্জাবে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩৮২। সবমিলিয়ে রাজ্যে আক্রান্তর সংখ্যা ৫,৯৩,৯৪১। গত একদিনে মৃতের সংখ্যা ১৫,৯৪৪। রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৫,২৭৪।
রাজস্থানে গত ২৪ ঘণ্টায় করোনায় কোনও মৃত্যু হয়নি। দীর্ঘদিন পর রাজ্যে এই স্বস্তির খবর সামনে এসেছে। যদিও গত ২৪ ঘণ্টায় ১৪৭ জন করোনা আক্রান্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৯০৫।
তামিলনাড়ুতে গত একদিনে করোনা আক্রান্তর সংখ্যা ৬,১৬২। সবমিলিয়ে আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ২৪.৪৯ লক্ষ। ২৪ ঘণ্টায় ১৫৫ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে মৃতের সংখ্যা ৩১,৯০১।
দেশে এই নিয়ে টানা ৪৩ দিন আক্রান্তের তুলনায় সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেশি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)