এক্সপ্লোর
Advertisement
১ জুন থেকে রোজ ২০০টি করে নন-এসি ট্রেন চলবে, শীঘ্রই শুরু হবে অনলাইন টিকিট বুকিং
শীঘ্রই এই ট্রেনগুলির জন্য অনলাইন টিকিট বুকিং শুরু হবে। তবে কোন কোন রুটে এই ট্রেন চলবে, তা এখনও জানানো হয়নি।
নয়াদিল্লি: পয়লা জুন থেকে দেশের বড় এবং ছোট শহরগুলিতে প্রতিদিন ২০০টি নন-এসি, সেকেন্ড ক্লাস প্যাসেঞ্জার ট্রেন চলবে। পরিযায়ী শ্রমিক সহ যে কোনও যাত্রীই এই ট্রেনে উঠতে পারবেন। রেলমন্ত্রী পীযূষ গয়াল ট্যুইট করে জানিয়েছেন, ‘শীঘ্রই এই ট্রেনগুলির জন্য অনলাইন টিকিট বুকিং শুরু হবে।’ তবে কোন কোন রুটে এই ট্রেন চলবে, তা এখনও জানানো হয়নি।
নয়াদিল্লি থেকে দেশের ১৫টি শহরে ইতিমধ্যেই বিশেষ ট্রেন চলাচল শুরু হয়েছে। পরিযায়ী শ্রমিকদের নিজের রাজ্যে পৌঁছে দিতে চালু হয়েছে শ্রমিক স্পেশাল ট্রেন। এর সঙ্গেই সাধারণ যাত্রীদের জন্য পয়লা জুন থেকে প্রতিদিন চলবে ২০০টি নন-এসি, সেকেন্ড ক্লাস প্যাসেঞ্জার ট্রেন। রেলমন্ত্রক সূত্রে খবর, রাজ্য সরকারগুলিকে শ্রমিকদের নথিবদ্ধ করে সেই তালিকা দেওয়ার অনুরোধ করা হয়েছে। সেটা হলে শ্রমিক স্পেশাল ট্রেনের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। মঙ্গলবার পর্যন্ত ১,৫৯৫টি শ্রমিক স্পেশাল ট্রেনের মাধ্যমে ২১ লক্ষেরও বেশি যাত্রীকে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।इसके अतिरिक्त भारतीय रेल 1 जून से टाइम टेबल के अनुसार प्रतिदिन 200 नॉन एसी ट्रेन चलायेगा जिसकी ऑनलाइन बुकिंग शीघ्र ही शुरु होगी।
— Piyush Goyal (@PiyushGoyal) May 19, 2020
With in the next 2 days Indian Railways will double the number of Shramik Special Trains to 400 per day. All migrants are requested to stay where they are, Indian Railways will get them back home over the next few days.
— Piyush Goyal (@PiyushGoyal) May 19, 2020
রেলমন্ত্রী ট্যুইট করে আরও জানিয়েছেন, ‘আগামী দু’দিন শ্রমিক স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়িয়ে দ্বিগুণ করা হবে। রোজ ৪০০টি করে শ্রমিক স্পেশাল ট্রেন চলবে। পরিযায়ী শ্রমিকরা যে যেখানে আছেন, তাঁদের সেখানেই থাকার অনুরোধ জানানো হচ্ছে। ভারতীয় রেল আগামী কয়েকদিনের মধ্যেই তাঁদের বাড়িতে পৌঁছে দেবে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement