এক্সপ্লোর
বহু ভাষা ভারতের দুর্বলতা নয়, ২৩টি জাতীয় পতাকা সহ রাহুলের টুইট
টুইটারে বাংলা সহ ২৩টি ভাষার তালিকা দিয়েছেন রাহুল। প্রতিটি ভাষার পাশে একটি করে জাতীয় পতাকা।

নয়াদিল্লি: হিন্দিকে সর্বভারতীয় ভাষা হিসেবে তুলে ধরার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সওয়ালের জবাব দিলেন রাহুল গাঁধী। তিনি টুইট করে বলেছেন, বহু ভাষা এই দেশের দুর্বলতা নয়। টুইটারে বাংলা সহ ২৩টি ভাষার তালিকা দিয়েছেন রাহুল। প্রতিটি ভাষার পাশে একটি করে জাতীয় পতাকা। দেখুন তাঁর টুইট।
????????Oriya ???????? Marathi
???????? Kannada ????????Hindi ????????Tamil
????????English ????????Gujarati
????????Bengali ????????Urdu ????????Punjabi ???????? Konkani ????????Malayalam
????????Telugu ????????Assamese
????????Bodo ????????Dogri ????????Maithili ????????Nepali ????????Sanskrit
????????Kashmiri ????????Sindhi
????????Santhali ????????Manipuri...
India’s many languages are not her weakness.
— Rahul Gandhi (@RahulGandhi) September 16, 2019
কংগ্রেস নেতা রাজীব শুক্ল বলেছেন, হিন্দি ভারতের সরকারি ভাষা, আমরা চাই তার শ্রীবৃদ্ধি হোক কিন্তু অন্যান্য আঞ্চলিক ভাষাগুলিকেও গুরুত্ব দিতে হবে, ভাষা নিয়ে লড়াই কাম্য নয়। হিন্দির উন্নতি হোক কিন্তু জোর করে, চাপ দিয়ে নয়। শুধু রাজনীতির কথা ভেবে এই ইস্যু ব্যবহার করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। তিন ভাষার ফরমুলা বিনা হস্তক্ষেপে চলতে দেওয়ার পক্ষে সওয়াল করেছে কংগ্রেস। সংবিধান প্রণেতারা যে সমস্যার সমাধান করে যান, তা খুঁচিয়ে তোলা উচিত নয় বলে মন্তব্য করেছে তারা। ১৯৬৩-র অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস অ্যাক্ট অনুযায়ী হিন্দি ও ইংরেজি কেন্দ্রীয় সরকার ও সংসদের সরকারি ভাষা। আর সংবিধানের অষ্টম ধারা অনুযায়ী সব মিলিয়ে ২২টি ভাষা স্বীকৃতি পেয়েছে। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















