এক্সপ্লোর
Advertisement
প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত অভিযানে অনুপ্রাণিত হয়ে বেতনের অর্থে ছাত্রীদের শৌচাগার গড়লেন বুলন্দশহরের শিক্ষক
খানপুর ব্লকের জনতা শিক্ষাসদন ইন্টার কলেজের প্রায় ৪০০ জন ছাত্রীর জন্য এতদিন একটিমাত্র শৌচাগার ছিল।
বুলন্দশহর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত অভিযানে অনুপ্রাণিত হয়ে নিজের বেতনের অর্থ দিয়ে ছাত্রীদের জন্য পাঁচটি শৌচাগার তৈরি করে দিলেন উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার একটি কলেজের এক শিক্ষক। খানপুর ব্লকের জনতা শিক্ষাসদন ইন্টার কলেজের প্রায় ৪০০ জন ছাত্রীর জন্য এতদিন একটিমাত্র শৌচাগার ছিল। ফলে ছাত্রীদের রোজই সমস্যায় পড়তে হত। এই সমস্যা দূর করতেই প্রায় ৮০ হাজার টাকা খরচ করে পাঁচটি শৌচাগার তৈরি করে দিয়েছেন সুনীল কুমার দীক্ষিত নামে ওই শিক্ষক। কলেজের প্রত্যেকেই তাঁর এই উদ্যোগের প্রশংসা করছেন।
ওই শিক্ষক জানিয়েছেন, ‘আমাদের এই কলেজ পাঁচ দশক পুরনো। কিন্তু এতদিন একটিমাত্র শৌচাগার থাকায় ছাত্রীদের সমস্যায় পড়তে হত। তাঁদের সমস্যা দেখে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা শুনে আমার মনে হয় ছাত্রীদের জন্য শৌচাগার তৈরি করে দেওয়া উচিত। সেই কারণেই আমি এই উদ্যোগ নিই।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement