(Source: ECI/ABP News/ABP Majha)
IT Rules 2021: তথ্য-প্রযুক্তি আইনে ছাড় পাচ্ছে না মূলধারার সংবাদমাধ্যমও, জানিয়ে দিল কেন্দ্র
Ministry of Information and Broadcasting: সব সংবাদমাধ্যমকে অবিলম্বে নতুন আইন মেনেই কাজ করতে হবে বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র।
নয়াদিল্লি: নতুন তথ্য-প্রযুক্তি আইনে ছাড় দেওয়া হচ্ছে না মূলধারার সংবাদমাধ্যমকে। তথ্য-প্রযুক্তি আইন মেনেই চলতে হবে সংবাদপত্র ও বৈদ্যুতিন সংবাদমাধ্যমের পোর্টালগুলিকে। এমনই জানিয়ে দিল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। সব সংবাদমাধ্যমকে অবিলম্বে নতুন আইন মেনেই কাজ করতে হবে বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র।
তথ্য-সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘সংবাদপত্র ও বৈদ্যুতিন সংবাদমাধ্যমের ওয়েবসাইটগুলিকে নতুন তথ্য-প্রযুক্তি আইনের আওতায় আনার পিছনে যথেষ্ট যুক্তি রয়েছে। যদি মূলধারার সংবাদমাধ্যমগুলির পোর্টালকে ছাড় দেওয়া হয়, তাহলে যে সংবাদমাধ্যমগুলির টেলিভিশন বা প্রিন্ট মিডিয়া নেই, তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হবে।’
এর আগে ন্যাশনাল ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশনের (এনবিএ) পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রককে চিঠি দিয়ে নতুন তথ্য-প্রযুক্তি আইন থেকে মূলধারার সংবাদমাধ্যমগুলিকে ছাড় দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সংবাদপত্র ও বৈদ্যুতিন সংবাদমাধ্যমের পোর্টালগুলিকে নতুন আইনের আওতার বাইরে রাখার অনুরোধও জানানো হয়। এর কারণ হিসেবে বলা হয়, টেলিভিশন চ্যানেলগুলির উপর ইতিমধ্যেই নানা বিধিনিষেধ, আইন চাপানো আছে। তাই নতুন করে আর কোনও নিয়ম চাপিয়ে দেওয়া উচিত নয়। কিন্তু তথ্য ও সম্প্রচার মন্ত্রক দাবি করে, ‘নতুন করে কোনও বিধিনিষেধ চাপিয়ে দেওয়া হচ্ছে না। মূলধারার সংবাদমাধ্যমগুলি প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন বুকস অ্যাক্ট বা আপলিঙ্কিং অ্যান্ড ডাউনলিঙ্কিং গাইডলাইনস ২০১১ অনুসারে নথিবদ্ধ। সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলির ডিজিটাল সংস্করণ হয়তো স্বশাসিত সংস্থার অভ্যন্তরীণ নিয়ম মেনে চলে। কিন্তু এই সংস্থাগুলিকেও তথ্য-প্রযুক্তি আইন মেনে চলতে হবে।’
একইসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি ওটিটি প্ল্যাটফর্মে কোনও খবর বা তথ্য দেখানো হয়, তাহলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের দায় থাকবে না। নতুন আইন অনুযায়ী, সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। কোনও অভিযোগ এলে তাদের কাছ থেকে হয়তো ব্যাখ্যা চাওয়া যেতে পারে, কিন্তু তার বেশি কিছু করা যাবে না। নতুন আইনে এক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সংস্থান নেই।