এক্সপ্লোর
কলকাতার পথেই যাদবপুর বিশ্ববিদ্যালয়, বাড়িতে বসে স্নাতক, স্নাতকোত্তরের পরীক্ষা
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস জানিয়েছেন, ডিস্ট্যান্স ডিজিটাল মোডে পরীক্ষা নেওয়া হবে।

কলকাতা: এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের পথেই পরীক্ষা যাদবপুর বিশ্ববিদ্যালয়েও। বাড়িতে বসেই স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষা দিতে পারবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। কলা-বিজ্ঞান ফ্যাকাল্টি কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার শুধু এক্সামিনেশন বোর্ডের শিলমোহরের অপেক্ষা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস জানিয়েছেন, ডিস্ট্যান্স ডিজিটাল মোডে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার দিনই মেল-হোয়াটসঅ্যাপে প্রশ্ন, একইদিনে উত্তর, খবর সূত্রের। আরও জানা গিয়েছে, অনুমতি মিললে অক্টোবরের শুরুতেই পরীক্ষা নেওয়া হবে। অক্টোবরেই পরীক্ষার ফলও প্রকাশিত হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















