ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন: ৫ দফায় ভোটগ্রহণ শুরু ৩০ নভেম্বর, ফল ঘোষণা ২৩ ডিসেম্বর
ঝাড়খণ্ডের বর্তমান সরকারের মেয়াদ শেষ হচ্ছে ২৭ ডিসেম্বর। তার চারদিন আগেই স্থির হয়ে যাবে সেখানে কে সরকার করতে চলেছে।
নয়াদিল্লি: ঝাড়খণ্ডের বিধানসভা ভোটের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। শুক্রবার, মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানান, আগামী ৩০ নভেম্বর থেকে মোট পাঁচ দফায় ঝাড়খণ্ডের ভোট অনুষ্ঠিত হবে। ফল ঘোষণা ২৩ ডিসেম্বর। ঝাড়খণ্ডের বর্তমান সরকারের মেয়াদ শেষ হচ্ছে ২৭ ডিসেম্বর। তার চারদিন আগেই স্থির হয়ে যাবে সেখানে কে সরকার করতে চলেছে।
শাসক দল বিজেপি ছাড়া ঝাড়খণ্ডের প্রায় সবকটি রাজনৈতিক দলই চেয়েছিল, ভোটগ্রহণ যাতে এক দফায় হয়। কিন্তু, এদিন নির্বাচন কমিশন পাঁচ দফার ভোটগ্রহণের ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী রঘুবর দাসের আশা, তাঁর দলই ক্ষমতা ধরে রাখবে।
????LIVE Now#ElectionCommission of #India announces the schedule for #Jharkhand #AssemblyElections2019
Watch on #PIB's YouTube: https://t.co/6otXpkS06J Facebook: https://t.co/Y3o6hcHNTOhttps://t.co/KJl1s4T65d — PIB India (@PIB_India) November 1, 2019
প্রসঙ্গত, সম্প্রতি হরিয়ানা ও মহারাষ্ট্রে এক দফায় ভোটগ্রহণ হয়। তাতে বিজেপি সার্বিক দাপট দেখাতে ব্যর্থ হয়। বিশেষ করে, মহারাষ্ট্রে এখনও সরকার গঠনের বিষয়টি ঝুলে রয়েছে। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, ঝাড়খণ্ডে এক দফায় ভোটগ্রহণে এই কারণে সম্ভবত আপত্তি ছিল শাসক দলের। গত বিধানসভা নির্বাচনে বিজেপি ৩৭টি এবং শরিক অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন (এজেএসইউ) পাঁচটি জেতে। অর্থাৎ এনডিএ জোটের মোট আসন সংখ্যা ছিল ৪২। যা ৮১-আসনের বিধানসভায় ম্যাজিক ফিগারের (৪১) চেয়ে একটি বেশি। এদিকে, রাজনৈতিক মহলে জোর জল্পনা ছিল, এদিন ঝাড়খণ্ডের পাশাপাশি দিল্লির বিধানসভা নির্বাচনের দিনও ঘোষণা করতে পারে কমিশন। কিন্তু, তা হয়নি। এর আগে, মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভার সঙ্গেও ঝাড়খণ্ডের ভোট ঘোষণা করেনি কমিশন। কারণ, রাজ্যের মুখ্যমন্ত্রী ভোট এগিয়ে নিয়ে আসার প্রস্তাব দেননি।