West Bengal News Live: ২০২৬-এর ভোটের আগে শুভেন্দুকে সরাতে চাইছেন মমতা, বিস্ফোরক অভিযোগ অর্জুনের
Merry Christmas 2024 Live News Updates: জেলা থেকে শহর, এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চোখ রাখুন এবিপি আনন্দ চ্যানেল ও এবিপি লাইভ ওয়েবসাইটে...
LIVE
![West Bengal News Live: ২০২৬-এর ভোটের আগে শুভেন্দুকে সরাতে চাইছেন মমতা, বিস্ফোরক অভিযোগ অর্জুনের West Bengal News Live: ২০২৬-এর ভোটের আগে শুভেন্দুকে সরাতে চাইছেন মমতা, বিস্ফোরক অভিযোগ অর্জুনের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/25/b1d76283bed997755526ac6662a357c6173509022150450_original.jpg)
Background
West Bengal Live: ২০২৬-এর ভোটের আগে শুভেন্দুকে সরাতে চাইছেন মমতা, বিস্ফোরক অভিযোগ অর্জুনের
শুভেন্দু অধিকারীর উপর জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে এবার বিস্ফোরক অর্জুন সিংহ। ২০২৬-এর ভোটের আগে শুভেন্দুকে সরাতে চাইছেন মমতা, বিস্ফোরক অভিযোগ অর্জুনের। 'শুভেন্দুর কনভয়ে IED হামলা হতে পারে, রাসায়নিক স্প্রে করেও হত্যা করা হতে পারে। ভুয়ো পোর্টালের সাংবাদিক সেজেও হামলা চালাতে পারে জঙ্গিরা', শত্রুকে সরাতে জেহাদিদের সঙ্গে হাত মিলিয়েছেন মমতা, বিস্ফোরক অভিযোগ অর্জুন সিংহ।
West Bengal News Live: শুভেন্দুকে পাল্টা আক্রমণ ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লার
'বাংলাতে জঙ্গি ঢুকলে তার দায়ভার কার? তার দায়ভার বাংলার স্বরাষ্ট্র দফতর নয়, দায় কেন্দ্রীয় সরকারের। কোথায় গেল ৫৬ ইঞ্চি ছাতির বড় বড় কথা, কোথায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী করছে বিএসএফ? সীমান্তের দায়িত্ব তো ভারত সরকারের। মায়ানমার, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল থেকে জঙ্গি ঢুকলে দায়ভার কার? নিজের প্রচারের জন্য মন্তব্য শুভেন্দুর, পরপর হারের পর তৃণমূলের বিরুদ্ধে কুৎসা,'
শুভেন্দুকে পাল্টা আক্রমণ ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লার।
West Bengal News Live: চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, নিক্কো পার্ক, ইকো পার্ক, মানুষ ভিড় করতে শুরু করেছেন
জমিয়ে শীত নেই তো কী হয়েছে! বড়দিনে ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ, কেক, এসব তো আছে। চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, নিক্কো পার্ক, ইকো পার্ক, মানুষ ভিড় করতে শুরু করেছেন। আজ থেকেই বর্ষশেষের উৎসব শুরু। দরজায় কড়া নাড়ছে নতুন বছর। সপ্তাহভর চলবে আগামী বছরকে সাদরে বরণ করে নেওয়ার প্রস্তুতি।
West Bengal News Live: চলছে পুলিশি নজরদারি
বাংলায় পরপর জঙ্গি গ্রেফতার, বড়দিনে কলকাতায় নিরাপত্তা জোরদার, চলছে পুলিশি নজরদারি।
West Bengal News Live: LET, হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গিগোষ্ঠীকে লজিস্টিক সাপোর্ট দিত জাভেদ আহমেদ মুন্সি
LET, হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গিগোষ্ঠীকে লজিস্টিক সাপোর্ট দিত জাভেদ আহমেদ মুন্সি। আইইডি বিস্ফোরক তৈরিতে অত্যন্ত প্রশিক্ষিত ক্যানিং থেকে ধৃত কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি। জঙ্গিদের প্রশিক্ষণ সেন্টার চালাত তেহরিক-ই-মুজাহিদিন। ১৯৯০ সালে পাকিস্তানে জঙ্গি-প্রশিক্ষণ শেষ করে জাভেদ মুন্সি। পাকিস্তানের করাচিতে হয় আইইডি প্রশিক্ষণ। ২০১১ সালে জঙ্গি গোষ্ঠী আল-ই-হাদিতের নেতা সওকত শাহ খুনের ঘটনায় অভিযুক্ত জাভেদ আহমেদ মুন্সি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)