West Bengal News Live: ২০২৬-এর ভোটের আগে শুভেন্দুকে সরাতে চাইছেন মমতা, বিস্ফোরক অভিযোগ অর্জুনের
Merry Christmas 2024 Live News Updates: জেলা থেকে শহর, এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চোখ রাখুন এবিপি আনন্দ চ্যানেল ও এবিপি লাইভ ওয়েবসাইটে...
LIVE
Background
এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর
১। বাংলাদেশ (Bangladesh) বিরোধী মন্তব্যের জের। ডিসেম্বর মাসে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ওপর হামলার পরিকল্পনা বাংলাদেশি জঙ্গি সংগঠনের। রাজ্য ও কলকাতা পুলিশকে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী।
জঙ্গি-নিশানায় শুভেন্দু ?
২। ইউনূস জমানায় বাংলাদেশ হয়ে ভারতে ঢোকার ছক কষছে পাক জঙ্গিরা। সীমান্তের পরিস্থিতি রেকি করতেই জাভেদকে পাঠিয়েছিল লস্কর ই তৈবা। দাবি গোয়েন্দা সূত্রের।
জঙ্গি-করিডর বাংলাদেশ?
৩। হাসিনা-আমলে বাংলাদেশ হয়ে ভারতে ঢোকা কঠিন ছিল। ইউনূসের শাসনে সেফ হেভেন ওপার বাংলা। নেপালের বদলে নতুন করিডর ব্যবহার করে ভারতে অস্ত্র পাচারের চেষ্টায় পাক জঙ্গিরা।
জঙ্গিদের 'সেফ হেভেন' বাংলাদেশ?
৩এ। বাংলাদেশে ফের সক্রিয় জঙ্গি সংগঠন তেহরিক উল মুজাহিদিন। পুরনো নেটওয়ার্ক কাজে লাগিয়ে বাংলা বা অসম হয়ে ভারতে ঢোকার চেষ্টা। সমন্বয়ের দায়িত্ব ছিল জাভেদের, খবর গোয়েন্দা সূত্রের।
জাগছে জঙ্গি-নেটওয়ার্ক?
৪। বাসন্তী এক্সপ্রেসওয়ে ও কামালগাজি থেকে গোসাবা যাওয়ার রাস্তা জঙ্গিদের দখলে। বাংলায় জঙ্গি অনুপ্রবেশের রুট উল্লেখ করে বিস্ফোরক শুভেন্দু। কেন্দ্রীয় গোয়েন্দাদের বলুন, পাল্টা কুণাল।
তরজায় জঙ্গি-রুট
৫। ৩ বছর আগেই ভোটার তালিকায় নাম ওঠে ধৃত জঙ্গি শাদ রাডি ওরফে সাব শেখের। কীভাবে, কোন নথির ভিত্তিতে অনুমোদন? বিডিও-র রিপোর্ট তলব। নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু।
৩ বছর আগেই জঙ্গি ভোটার!
৬। জঙ্গি-আশঙ্কার মধ্যেই একের পর এক বাংলাদেশি গ্রেফতার। আগরতলা স্টেশন থেকে পাকড়াও শতাধিক অনুপ্রবেশকারী ও ৫৪ জন দালাল। লালগোলা থেকেও জালে ১ বাংলাদেশি সহ ৩।
শতাধিক বাংলাদেশি পাকড়াও
৭। দিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভুয়ো তথ্যের ভিত্তিতে পরিচয়পত্র তৈরি চক্রের পর্দাফাঁস। ৫ বাংলাদেশি সহ গ্রেফতার ১১। বাজেয়াপ্ত আধার, ভোটার কার্ড তৈরির সরঞ্জাম।
দিল্লিতে অনুপ্রবেশ-চক্র ফাঁস
৭এ। জঙ্গলের নিরালা পথ বেছে সেখান দিয়ে চলত অনু্প্রবেশ। স্টেশনে স্টেশনে তল্লাশি এড়াতে বেছে নেওয়া হত নির্দিষ্ট কিছু এক্সপ্রেস ট্রেন। অনুপ্রবেশের ছক সামনে আনল দিল্লি পুলিশ।
জঙ্গলের পথে, এক্সপ্রেসে অনুপ্রবেশ?
৮। জুতোর মালা পরিয়ে অপমানের পর গর্জে উঠলেন বৃদ্ধ মুক্তিযোদ্ধা। ( সট আমাকে নয় মুক্তিযুদ্ধের ইতিহাসে জুতোর মালা)
অকুতোভয় মুক্তিযোদ্ধা
৯। ভিতরে রক্তমাখা গ্লাভস, রক্তমাখা হাতের ছাপ। তদন্ত না করেই আর জি করের বিতর্কিত OT কেন খুলতে ছাড়পত্র দিল সিবিআই? CFSL-এর রিপোর্টের পরেই কেন তৎপরতা? প্রশ্ন তুলে বাধা জুনিয়র ডাক্তারদের।
আর জি করে OT রহস্য
১০। আর জি করের নিহত নির্যাতিতার পরিবারের নতুন করে তদন্তের আর্জিতে এখনই হস্তক্ষেপ নয়। মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, প্রধান বিচারপতির কাছে যান, পরামর্শ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।
'নতুন আর্জিতে এখন হস্তক্ষেপ নয়'
১০এ। ধর্মতলায় দ্রোহের বড়দিন পালন আন্দোলনকারী চিকিৎসকদের। (বাইট)
দ্রোহের বড়দিন চিকিৎসকদের
১১। আর জি কর কাণ্ডে নিহত পরিবারের পর এবার কাঁকুড়গাছির বিজেপি কর্মীর দাদা। ফের অনাস্থা সিবিআইয়ে। টাকার বিনিময়ে সেটিংয়ের অভিযোগ। (বাইটঃ)
ফের অনাস্থা CBI-এ
১২। প্রাথমিক দুর্নীতিতে ইডি-র মামলায় ২৬ ডিসেম্বরই পার্থ সহ ৫৪ জনের বিরুদ্ধে চার্জগঠন। ২৪ ঘণ্টার মধ্যে সব নথি জমা দেবে ইডি। রবিবার ছাড়া রোজ হবে শুনানি।
বৃহস্পতিতেই চার্জ গঠন
১২এ। পার্থ চট্টোপাধ্য়ায়দের বিরুদ্ধে চার্জগঠন শুনানিতে ইডিকে চরম ভর্ৎসনা বিচারকের। আপনাদের জন্যই দেরি হচ্ছে, প্রয়োজনে সারারাত বসে কাজ করুন। নির্দেশ ইডির বিশেষ আদালতের।
ইডিকে চরম ভর্ৎসনা বিচারকের
১২বি। আরও বিড়ম্বনায় পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই মামলায় হাইকোর্টে পার্থ-সহ ৫ জনের জামিনের আবেদন খারিজ।
বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি দেওয়ায় রাজ্য মৌন থাকতে পারে না, মন্তব্য বিচারপতির।
পার্থদের জামিন-আর্জি খারিজ
১৩। টোপের ছাগল না খেয়ে জঙ্গলে চরতে যাওয়া ছাগল শিকার বাঘের? পুরুলিয়ার রাইকা পাহাড় এলাকায় রাহামদা গ্রামে আতঙ্ক। উদ্ধার মৃত ছাগল। লাল সতর্কতা জারি বন দফতরের।
বাগে আসছে না বাঘ
১৪। আজ বড়দিন। আলোর মালায় সেজে উঠেছে পার্ক স্ট্রিট। বড়বাজারে পর্তুগীজ চার্চে মমতা। গির্জায় গির্জায় উৎসবের মেজাজ। রাজ্যে পরপর গ্রেফতার সন্দেহভাজন জঙ্গি। বড়দিনে কড়া নিরাপত্তায় পার্ক স্ট্রিট। মোতায়েন তিন হাজার পুলিশ। থাকছে মহিলা পুলিশকর্মীদের উইনার্স বাহিনী ও ফ্লাইং স্কোয়াড।
বড়দিনে কড়া নিরাপত্তা
West Bengal Live: ২০২৬-এর ভোটের আগে শুভেন্দুকে সরাতে চাইছেন মমতা, বিস্ফোরক অভিযোগ অর্জুনের
শুভেন্দু অধিকারীর উপর জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে এবার বিস্ফোরক অর্জুন সিংহ। ২০২৬-এর ভোটের আগে শুভেন্দুকে সরাতে চাইছেন মমতা, বিস্ফোরক অভিযোগ অর্জুনের। 'শুভেন্দুর কনভয়ে IED হামলা হতে পারে, রাসায়নিক স্প্রে করেও হত্যা করা হতে পারে। ভুয়ো পোর্টালের সাংবাদিক সেজেও হামলা চালাতে পারে জঙ্গিরা', শত্রুকে সরাতে জেহাদিদের সঙ্গে হাত মিলিয়েছেন মমতা, বিস্ফোরক অভিযোগ অর্জুন সিংহ।
West Bengal News Live: শুভেন্দুকে পাল্টা আক্রমণ ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লার
'বাংলাতে জঙ্গি ঢুকলে তার দায়ভার কার? তার দায়ভার বাংলার স্বরাষ্ট্র দফতর নয়, দায় কেন্দ্রীয় সরকারের। কোথায় গেল ৫৬ ইঞ্চি ছাতির বড় বড় কথা, কোথায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী করছে বিএসএফ? সীমান্তের দায়িত্ব তো ভারত সরকারের। মায়ানমার, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল থেকে জঙ্গি ঢুকলে দায়ভার কার? নিজের প্রচারের জন্য মন্তব্য শুভেন্দুর, পরপর হারের পর তৃণমূলের বিরুদ্ধে কুৎসা,'
শুভেন্দুকে পাল্টা আক্রমণ ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লার।
West Bengal News Live: চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, নিক্কো পার্ক, ইকো পার্ক, মানুষ ভিড় করতে শুরু করেছেন
জমিয়ে শীত নেই তো কী হয়েছে! বড়দিনে ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ, কেক, এসব তো আছে। চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, নিক্কো পার্ক, ইকো পার্ক, মানুষ ভিড় করতে শুরু করেছেন। আজ থেকেই বর্ষশেষের উৎসব শুরু। দরজায় কড়া নাড়ছে নতুন বছর। সপ্তাহভর চলবে আগামী বছরকে সাদরে বরণ করে নেওয়ার প্রস্তুতি।
West Bengal News Live: চলছে পুলিশি নজরদারি
বাংলায় পরপর জঙ্গি গ্রেফতার, বড়দিনে কলকাতায় নিরাপত্তা জোরদার, চলছে পুলিশি নজরদারি।
West Bengal News Live: LET, হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গিগোষ্ঠীকে লজিস্টিক সাপোর্ট দিত জাভেদ আহমেদ মুন্সি
LET, হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গিগোষ্ঠীকে লজিস্টিক সাপোর্ট দিত জাভেদ আহমেদ মুন্সি। আইইডি বিস্ফোরক তৈরিতে অত্যন্ত প্রশিক্ষিত ক্যানিং থেকে ধৃত কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি। জঙ্গিদের প্রশিক্ষণ সেন্টার চালাত তেহরিক-ই-মুজাহিদিন। ১৯৯০ সালে পাকিস্তানে জঙ্গি-প্রশিক্ষণ শেষ করে জাভেদ মুন্সি। পাকিস্তানের করাচিতে হয় আইইডি প্রশিক্ষণ। ২০১১ সালে জঙ্গি গোষ্ঠী আল-ই-হাদিতের নেতা সওকত শাহ খুনের ঘটনায় অভিযুক্ত জাভেদ আহমেদ মুন্সি।