Live Update: দেড় ঘণ্টা বিক্ষোভ, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ফিরে গেলেন রাজ্যপাল, শুরু সমাবর্তন
LIVE
Background
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে ফের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল। তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল প্রভাবিত শিক্ষাবন্ধু সমিতির সদস্যরা। দেখানো হচ্ছে কালো পতাকা। রাজ্যপালকে বয়কটের ডাক দিয়েছে পড়ুয়ারাও। রাজ্যপালের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে কয়েকজন ডিগ্রি প্রাপক ব্যাজ পরে সমাবর্তনে যোগ দিয়েছেন। পড়ুয়াদের একাংশ ডিগ্রি না নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন।
বিক্ষোভের মধ্যেও গাড়িতে বসে একের পর এক ট্যুইট রাজ্যপালের।
A painful scenario that the Jadavpur University Vice Chancellor is oblivious deliberately of his obligations and looking for alibis. He is presiding total collapse of rule of law. Ruinous state of affairs.
— Jagdeep Dhankhar (@jdhankhar1) December 24, 2019
বিশ্ববিদ্যালয়ে পৌঁছেই বিক্ষোভকারীদের বাধার মুখে পড়েন জগদীপ ধনকড়। একটি ট্যুইটে তিনি লেখেন, আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসেছি যাতে ছাত্ররা তাদের ডিগ্রি নিতে পারে, তাদের পরিশ্রমের ফল উপভোগ করতে পারে এবং সমাজে নিজেদের অবদান রাখতে পারে। দুর্ভাগ্যবশত বিশ্ববিদ্যালয়ে ঢোকার পথ অবরুদ্ধ। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি।
At Jadavpur University so that the students may get their degrees and enjoy the fruits of their labour and contribute to society. Unfortunately the way to the venue in the University is blocked. Unwholesome. No affirmative role by concerned in sight. Worrisome situation.
— Jagdeep Dhankhar (@jdhankhar1) December 24, 2019
বহু ছাত্রছাত্রীরা সমাবর্তন বয়কট করা স্লোগানও তোলেন।
পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করেন রাজ্যপাল। উপাচার্যর ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন রাজ্যপাল।
অন্যদিকে রাজ্যপালকে ছাড়াই সমাবর্তন মঞ্চের কাছাকাছি পৌঁছলেন উপাচার্য।