এক্সপ্লোর
Advertisement
এবার পেট্রল, ডিজেলের দাম লিটারে ২ টাকা কমাল কর্নাটক সরকার
কালবুর্গি (কর্নাটক): পেট্রল, ডিজেলের দাম লিটারে ২ টাকা কমানোর সিদ্ধান্ত ঘোষণা করল কর্নাটকের এইচ ডি কুমারস্বামীর জোট সরকার। রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে পেট্রপণ্যের দাম কমিয়েছে। তাই কর্নাটকের কংগ্রেস, জেডিইউ সরকারের ওপর কিছু না কিছু ব্যবস্থা নেওয়ার জন্য চাপ বাড়ছিল। সম্প্রতি অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু জ্বালানির ওপর লিটারে ২ টাকা কর ছেঁটেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় লিটারে ১ টাকা কর হ্রাসের পদক্ষেপ ঘোষণা করেছেন। একই রাস্তায় হেঁটে আজ মুখ্যমন্ত্রী কুমারস্বামী লিটারে ২ টাকা দাম কমানোর সিদ্ধান্ত ঘোষণা করেন।
১৬ আগস্ট থেকে প্রতিদিনই পেট্রল, ডিজেলের দাম বাড়ছে, যা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বিরোধী দলগুলির শক্তিশালী হাতিয়ার হয়ে উঠেছে। গত সোমবার দেশব্যাপী কংগ্রেস, কয়েকটি বিরোধী দল সারা দেশে বনধ পালন করে এর প্রতিবাদে। যদিও কেন্দ্রের সরকারের দাবি, আন্তর্জাতিক নানা ফ্যাক্টরই পেট্রল, ডিজেলের দাম বৃদ্ধির কারণ।
প্রসঙ্গত, দেশে পেট্রপণ্যের দাম সবচেয়ে বেশি মহারাষ্ট্রে, সবচেয়ে কম আন্দামান নিকোবরে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement