এক্সপ্লোর
Advertisement
কেরলে ফের নিপা আতঙ্ক, আক্রান্ত কলেজ পড়ুয়া, পর্যবেক্ষণে ৩১১ জন, ৬ সদস্যের দল পাঠাল কেন্দ্র
গত বছরের মে মাসে কেরলে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৭ জন প্রাণ হারান।
কোচি: এক বছরের ব্যবধানে ফের কেরলে নিপা ভাইরাসের আতঙ্ক। ২৩ বছর বয়সি এক কলেজ পড়ুয়া এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁর রক্ত পরীক্ষার রিপোর্ট পাওয়া গিয়েছে। এরপরেই তাঁর সংস্পর্শে আসা ৩১১ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজার সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তিনি সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। ৬ সদস্যের একটি দল পাঠিয়েছে কেন্দ্র।
গত বছরের মে মাসে কেরলে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৭ জন প্রাণ হারান। ফলে এবার ওই কলেজ পড়ুয়া নিপা আক্রান্ত হওয়ায় উদ্বেগ ছড়িয়েছে। কেরল সরকার সূত্রে খবর, ওই কলেজ পড়ুয়ার সংস্পর্শে আসা চারজনের জ্বর ও গলা ব্যথা হয়েছে। হাসপাতালে তাঁদের আলাদা জায়গায় রাখা হয়েছে। তাঁদের অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন শৈলজা। তিনি ও কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাজ্যবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।
হর্ষবর্ধন এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছি। বাদুরের মাধ্যমে ভাইরাস ছড়াচ্ছে কি না, সেই পরীক্ষা করার জন্য বন দফতরের সঙ্গেও যোগাযোগ করেছি। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement