Kolkata International Film Festival: করোনা আবহে স্থগিত কলকাতা চলচ্চিত্র উৎসব
KIFF 2022: সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয় রাজ চক্রবর্তীর।
কলকাতা: করোনা আবহে কলকাতা চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival) স্থগিত। আয়োজক কমিটির প্রধান রাজ চক্রবর্তী (Raj Chakraborty)-সহ কয়েকজন আক্রান্ত। করোনা (Coronavirus) আক্রান্ত আয়োজক কমিটির সদস্য পরমব্রত চট্টোপাধ্যায়ও (Parambrata Chatterjee)। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে কথা হয় রাজ চক্রবর্তীর। এরপরই এই সিদ্ধান্ত নেওয়া বলে জানা গিয়েছে।
বলিউড থেকে টলিউড, একের পর এক তারকা করোনায় (Coronavirus) আক্রান্ত হয়েছেন ইতিমধ্যেই। কেউ দ্বিতীয়বার আক্রান্ত। কারও আবার টিকার ডবল ডোজের পরও সংক্রমণ হয়েছে। টালিগঞ্জের (Tollyganj) স্টুডিওপাড়াতেও করোনার (Corona) থাবা। দ্বিতীয়বার করোনা আক্রান্ত অভিনেত্রী রেশমি সেন (Reshmi Sen)। নিয়েছিলেন ভ্যাকসিনের দুটি ডোজ। করোনা আক্রান্ত অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)।
আরও পড়ুন, উপসর্গহীন হয়েও করোনা রিপোর্ট পজিটিভ, সোশ্যাল মিডিয়ায় জানালেন পরমব্রত
দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছেন তারকা দম্পতি রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। আগেও একবার করোনায় আক্রান্ত হয়েছিলেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ফের করোনায় আক্রান্ত হলেন তাঁরা। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই খবর দিয়েছেন পরিচালক। রাজ জানিয়েছেন, তাঁর এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। তাঁরা দুজনেই বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন। এর সঙ্গে প্রত্যেককে মাস্ক পরতে এবং করোনাবিধি মানার আবেদনও জানিয়েছেন।
এদিন মাইক্রো ব্লগিং সাইট টুইটারে রাজ চক্রবর্তী লেখেন, 'শুভশ্রী এবং আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। আমরা বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছি। প্রত্যেকে সুরক্ষিত থাকুন, মাস্ক পরে থাকুন। আর অবশ্যই যাতবীয় কোভিডবিধি মেনে চলুন।'
কোভিড আক্রান্ত হয়েছেন, আয়োজক কমিটির সদস্য পরমব্রত চট্টোপাধ্যায়ও। কমিটির অনেকেই করোনা আক্রান্ত। এরপরেই কলকাতা চলচ্চিত্র উৎসব পিছতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করা হয়।