এক্সপ্লোর
Advertisement
'পিক সিজনে বন্ধ শো, খেসারি শাক তুলে কি সংসার চলে!' রথের আগে অন্ধকার যাত্রা পাড়ায়
আশঙ্কা, অগ্রিম দিয়ে শিল্পীদের সঙ্গে চুক্তি হয়ে গেলে, তারপর যদি যাত্রার বুকিং না হয়? সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রেখে কি পালা করা সম্ভব, রিহার্সাল সম্ভব? নাকি দর্শক সমাবেশ সম্ভব?
কলকাতা: 'সাজ ঘরে কাজ করে। সারা মাস কাজ করে ঘরে আসে ৬-৭ হাজার। তাও শুধু সিজনেই। বাকি সময়টা কারও ক্ষেতে খেসারি শাক তুলে রোজগার করে। বাড়িতে ৬ টা পেট চলে ওই রোজগারে। কী করে চলছে ওর কে জানে!' বলছিলেন কলকাতার যাত্রা পাড়ার অন্যতম পরিচিত মুখ, টেলি-শিল্পী পিয়ালি বসু।
ফাল্গুন থেকে জৈষ্ঠ্য, এই সময়টাই যাত্রাপাড়ার সোনার সময়। গ্রাম বাংলা জুড়ে প্রচুর শো। কিন্তু ২১ মার্চের পর থেকে লকডাউনের জেরে সেই পাড়া এক্কেবারে শুনশান। ১০০-র শো বাতিল হয়ে গেছে এক-একটি দলের। করোনা পরিস্থিতিতে সোশ্যাল ডিসট্যান্সিং-এর শর্তে আগামী দিনেও অন্ধকার কাটার আশা দেখছে না বাংলার এই সনাতন লোকশিল্প গোষ্ঠী। সামনেই রথযাত্রা। ওইদিনই ধুমধাম করে চিৎপুরে শুরু হয় আগামী সিজনের বুকিং। খবরের কাগজে পাতায় পাতায় থাকে নতুন পালার বিজ্ঞাপন। এবার সে-সব কষ্টকল্পনা।
''এ বছর এখনও দল গঠনই হয়নি অনেকের। আর্থিক সঙ্কটে ভুগছেন প্রযোজকরাও। ফলে বড় শিল্পীদের সঙ্গ চুক্তি হয়নি এখনও। সেই সঙ্গে আশঙ্কা, অগ্রিম দিয়ে শিল্পীদের সঙ্গে চুক্তি হয়ে গেলে, তারপর যদি যাত্রার বুকিং না হয়? সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রেখে কি পালা করা সম্ভব, রিহার্সাল সম্ভব? নাকি দর্শক সমাবেশ সম্ভব? খুব চিন্তায় আছি জানেন!'', বলছিলেন যাত্রা অ্যাকাডেমির গভর্নিং বডির সদস্য কনক ভট্টাচার্য।
শুধুমাত্র তাঁর দলেরই সবমিলিয়ে ২৫-৩০ লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে লকডাউনের ফলে। ধুঁকছেন যাত্রার দৈনিক রোজগার করা শিল্পীরা। তাঁদের যৎসামান্ন রোজগারের উপর ভরসা করে থাকেন পরিবারের অনেকে। মাঝে মাঝে বিয়েবাড়ির অনুষ্ঠানে নাচ করার ডাক মেলে। করোনা পরিস্থিতিতে বিয়েবাড়ির জমায়েতও বন্ধ। যাত্রাশিল্পী থেকে ম্যানেজার, সাজঘরের লোক থেকে ইলেকট্রিকের মিস্ত্রি, এদের চলবে কী করে, চিন্তায় যাত্রাসমাজ।
যাত্রার সঙ্গে সঙ্গে অনেকেই টিভি সিরিয়ালেও অভিনয় করেন। তাঁদের রোজগারও বন্ধ লকডাউন শুরুর পর থেকে।
যাত্রার প্রয়োজক কনক ভট্টাচার্য জানালেন, 'লকডাউন পরবর্তী অধ্যায়ে ভাবছি, যাত্রা ওয়েলফেয়ার বডি কমিটি তৈরি করে আমরা নিজেরাই একটা ফান্ড তৈরি করব। সেখান থেকে দুস্থ যাত্রাশিল্পীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি আশা রাখছি রাজ্য সরকার আমাদের সাহায্যে এগিয়ে আসবে। ৫০০ বছরেরও বেশি প্রাচীন এই শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের বাঁচাতে সবসময়ের মতোই পাশে থাকবে বর্তমান সরকার, আশা রাখছি। আবেদন জানাব যাত্রা অ্যাকাডেমির চেয়ারম্যান অরূপ বিশ্বাসের কাছে।'
'এক-একটি দলে ৪০-৫০ জন যুক্ত থাকেন, তার সঙ্গে তাদের পরিবারের লোক। এতগুলো পেট চলে যাত্রা করে। তাই আশা রাখব, যদি আগামী সিজনে যাত্রার জন্য আরও বড় জায়গা নেওয়া হয়! তাহলে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজটা অন্তত হবে।' আশা রাখছেন যাত্রা পাড়ার স্বনামধন্য শিল্পী অনল চক্রবর্তী।
'যাত্রাপাড়ায় বহু দরিদ্র শিল্পী আছেন, কর্মী আছেন, তাঁদের আর্থিক সাহায্য করার চেষ্টা করছি। তবে সেটা তো কোনও সমাধান নয়, শুধু পাশে থাকা মাত্র। তাই সরকারের দিকেই তাকিয়ে আমরা।', আশা নিয়ে তাকিয়ে আছেন যাত্রা শিল্পী কাকলি চৌধুরি।
করোনা নিয়েই এখন চলতে হবে আগামী বেশ কিছুদিন, মত বিশেষজ্ঞদের। কিন্তু কী হবে এই পেশার শ্রমিকদের, শিল্পীদের, তাদের পরিবারের, উত্তর দেবে সময়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement