এক্সপ্লোর
Advertisement
লাদাখ, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ, চিনের কোনও আইনি এক্তিয়ারই নেই, জানিয়ে দিল বিদেশমন্ত্রক
চিন বলেছিল, ভারত ‘বেআইনি ভাবে’ লাদাখ তৈরি করেছে। তারা কেন্দ্রশাসিত লাদাখের পাশাপাশি অরুণাচল প্রদেশকেও স্বীকার করে না।
নয়াদিল্লি: লাদাখ নিয়ে চিনের যাবতীয় হুঙ্কার, চাপ তুড়ি মেরে উড়িয়ে ভারত জানিয়ে দিল, এ নিয়ে কথা বলার কোনও এক্তিয়ারই বেজিংয়ের নেই। লাদাখ, অরুণাচল প্রদেশ নিয়ে চিনের সাম্প্রতিক মন্তব্যের পাল্টা বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ সিংহ বৃহস্পতিবার বলেন, এ ব্যাপারে আমাদের অবস্থান খুব স্পষ্ট, ধারাবাহিক। কেন্দ্রশাসিত লাদাখ, জম্মু ও কাশ্মীর বরাবর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে ও থাকবেমন্। চিনের ভারতের ঘরোয়া বিষয় মন্তব্য় করার কোনও আইনি এক্তিয়ারই নেই।
লাদাখে সীমান্ত এলাকায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বর্ডার রোডস অর্গানাইজেশনের (বিআরও) তৈরি ৪৪টি গুরুত্বপূর্ণ সেতুর উদ্বোধন করার পরদিনই গতকাল বুধবার চিনা বিদেশমন্ত্রক গত বছর নয়াদিল্লির লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে গঠনের পদক্ষেপ খারিজ করে। কিন্তু তাকে কোনও আমল না দিয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র আজ আরও বলেন, চিনকে ‘সর্বোচ্চ স্তরে’ ভারত সরকার জানিয়ে দিয়েছে যে, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ।
শ্রীবাস্তব বলেন, অরুণাচলও ভারতের অবিচ্ছেদ্য অংশ, এটাও চিনকে একেবারে সর্বোচ্চ পর্যায় সহ নানা সময়ে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। চিন বলেছিল, ভারত ‘বেআইনি ভাবে’ লাদাখ তৈরি করেছে। তারা কেন্দ্রশাসিত লাদাখের পাশাপাশি অরুণাচল প্রদেশকেও স্বীকার করে না। বিদেশমন্ত্রক বলেছে, তাদের আশা, অন্য দেশগুলি তার ঘরোয়া ব্য়াপারে নাক গলানো থেকে বিরত থাকবে, যেমনটা তারাও সকলের কাছে প্রত্যাশা করে। রাজনাথ যে একাধিক সেতুর উদ্বোধন করেন, সেগুলি সব মরসুমে চিনের সঙ্গে সীমান্তে যোগাযোগ সম্ভব করে তুলবে। চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিঝিয়ান এপ্রসঙ্গে প্রতিক্রিয়া দেন, বেজিং লাদাখ বা অরুণাচল-কোনওটাকেই ভারতের অংশ বলে স্বীকার করে না। সীমান্ত এলাকায় ভারতের পরিকাঠামো গড়ার চেষ্টাই দুদেশের সম্পর্কে উত্তেজনার মূল কারণ বলেও অভিযোগ করেন তিনি। অতীতেও ‘ভারতের বেআইনি ভাবে গঠন করা’ কেন্দ্রশাসিত লাদাখকে স্বীকৃতি দেয় না বলে জানিয়ে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পদক্ষেপকেও অবৈধ আখ্যা দিয়েছিল চিন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
খবর
জেলার
জেলার
Advertisement