এক্সপ্লোর
Advertisement
করোনা ভ্য়াকসিন তৈরির দায়িত্ব দেওয়া হোক সোনু সুদকে, ফ্যানের আবদার, এত বড় কাজ আমায় দিও না ভাই! হেসে ওড়ালেন অভিনেতা
কোভিড-১৯ রোগের প্রতিষেধক বের করার দায়িত্ব বরং দেওয়া হোক সোনু সুদকেই। অভিনেতার এক ফ্যান এবার এমনই আবদার করে বসলেন। সোনু অবশ্য হেসে উড়িয়ে দিলেন ফ্যানের কথা।
মুম্বই: কোভিড-১৯ রোগের প্রতিষেধক বের করার দায়িত্ব বরং দেওয়া হোক সোনু সুদকেই। অভিনেতার এক ফ্যান এবার এমনই আবদার করে বসলেন। সোনু অবশ্য হেসে উড়িয়ে দিলেন ফ্যানের কথা।জানালেন, এত বড় দায়িত্ব আমায় দিও না ভাই!
গত কয়েক মাস ধরে প্রায় নিয়ম করে দেশের নানা প্রান্তে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য প্রয়াসী হয়েছেন সোনু। বাসে, বিমানে নানাভাবে শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য ব্যক্তিগত উদ্যোগ নিয়েছেন। এ জন্য বহু মানুষের প্রশংসাও কুড়িয়েছেন তিনি। ফ্যানরা তো উচ্ছ্বসিত রীতিমতো। আর সেই উচ্ছ্বাস থেকেই এক অতি উৎসাহী ফ্যান ট্যুইট করেছেন যে দেশে উপযুক্ত করোনা টিকা তৈরির দায়িত্ব দেওয়া হোক সোনুকে।
ফ্যান লিখেছেন, ‘অব সময় আ গ্যয়া হ্যায় যব করোনা কি ভ্যাকসিন বানানে কা ভি জিম্মা সোনু সুদ কো দে দেনা চাহিয়ে।’
হেসে সে কথার উত্তর দিয়ে সোনু বলেছেন, ‘হা হা হা, ইতনি বড় জিম্মেদারি মত দো ভাই’!
প্রসঙ্গত মার্চের শেষ থেকে ৩১ মে পর্যন্ত সম্পূর্ণ লকডাউনের সময়ে বহু পরিযায়ী শ্রমিককে বাড়ি ফিরতে সাহায্য করেছেন সোনু। সম্প্রতি সোনু একটি অ্যাপ লঞ্চ করেছেন যার মাধ্যমে দেশের নানা প্রান্তে কাজের খোঁজ পেতে পারেন পরিযায়ী শ্রমিকরা। আবার প্রবাসী রোজগার নামে একটি প্রকল্পে হাত দিয়েছেন তিনি, যার মাধ্যমে কিছু কাজের বেসিক ট্রেনিং, স্পোকেন ইংলিশ ইত্যাদি শেখা সম্ভব হবে শ্রমিকদের পক্ষে। সব মিলিয়ে সোনুকে ঘিরে প্রত্য়াশার পারদ চড়ছে একাংশের মধ্যে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement