Liquor in Delhi: ২৫ নয়, বয়স ২১ বছর হলেই করা যাবে মদ্যপান
সুরাপ্রেমীদের জন্য সুখবর।
নয়াদিল্লি: সুরাপ্রেমীদের জন্য সুখবর। এবার ২৫ বছর নয়, বয়স ২১ হলেই মদ্যপান করা যাবে।
সুরাপ্রেমীদের জন্য সর্বনিম্ন বয়সে ছাড় দেওয়ার পথে হাঁটতে চলেছে দিল্লি সরকার। দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানিয়েছেন, তাঁরা মদ্যপানের সর্বনিম্ন বয়সের সীমা শিথিল করতে চলেছেন। এখনও পর্যন্ত যা নিয়ম ছিল, তাতে ২৫ বছর বয়স না হলে মদ্যপান করা যেত না। যে কোনও দোকান থেকে মদ কিনতে গেলে ক্রেতাদের বয়স অন্তত ২৫ বছর হতেই হতো। সেই সীমাই এখন কমাতে চলেছে দিল্লি প্রশাসন। ঠিক হয়েছে, ২৫ নয়, এবার থেকে ২১ বছর হলেই মদ্যপান করার বা মদ কেনার অনুমতি দেওয়া হবে।
পাশাপাশি সিসোদিয়া জানিয়েছেন, দিল্লিতে আর সরকারি কোনও মদ বিক্রির দোকান থাকবে না। সোমবার সিসোদিয়া বলেছেন, 'দিল্লিতে আর সরকার পরিচালিত কোনও মদ বিক্রির দোকান রাখা হবে না। এখন যে সমস্ত মদ বিক্রির সরকারি দোকান আছে, সেগুলো বন্ধ করে দেওয়া হবে।' পাশাপাশি মদ বিক্রির ব্যবসায় মাফিয়াদের দৌরাত্ম্য কমাতে বেশ কিছু মদের দোকানকে অন্যত্র স্থানান্তরিত করা হবে বলে জানিয়েছেন সিসোদিয়া।
ব্যাঙ্ক বেসরকারিকরণ, লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি কর্মী সংগঠনগুলির
তিনি বলেছেন, 'দিল্লির ৫৮ শতাংশ এলাকায় মদের জোগান হয় নেই অথবা থাকলেও তা চাহিদার তুলনায় কম। আবার ২০ শতাংশ এলাকায় মদের জোগান প্রয়োজনের তুলনায় বেশি। ৭৯টি ওয়ার্ডে কোনও মদের দোকান নেই। ৪৫টি ওয়ার্ডে মাত্র একটি করে মদের দোকান রয়েছে। কিছু এলাকায় চাহিদার তুলনায় কম মদ বিক্রির দোকান রয়েছে আবার কিছু এলাকায় চাহিদার তুলনায় বেশি মদ বিক্রির দোকান রয়েছে। এর ফলে মদ মাফিয়াদের দৌরাত্ম্য বেড়েছে। আমরা পুরো বিষয়টায় সামঞ্জস্য আনার চেষ্টা করছি।'
অর্থাৎ, যাতে কোনও জায়গায় মদের চাহিদা থাকা সত্ত্বেও জোগান কম থাকার সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা মদের কালোবাজারি না করতে পারেন, তা নিশ্চিত করতে চাইছে দিল্লির প্রশাসন। প্রসঙ্গত, অরবিন্দ কেজরীবাল সরকার আগে মদ্যপানের সর্বনিম্ন বয়স ২৫ করেছিল।
*সুরাপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক