এক্সপ্লোর
সদ্য বিবাহিতাকে ১৩ দিন আটকে রেখে ধর্ষণ, ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

পালঘর: সদ্য বিবাহিতা এক মহিলাকে প্রায় দুই সপ্তাহ বন্দি রেখে বারংবার ধর্ষণের অভিযোগে মহারাষ্ট্রের পালঘর জেলায় পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হল। পুলিশ জানিয়েছে, ২১ বছরের ওই নির্যাতিতা দুষ্কৃতীদের খপ্পরে পড়েন গত ৬ ফেব্রুয়ারি। ওইদিন পুলিশ পরিচয় দিয়ে এক ব্যক্তি নালাসোপারায় প্রগতি নগরে তাঁর বাড়িতে আসে এবং থানায় যেতে বলে। ওই ভুয়ো পুলিশ কর্মী নির্যাতিতাকে বলে যে, তার স্বামী গ্রেফতার হয়েছে। তাই কিছু প্রয়োজনীয় নথিপত্র নিয়ে তাঁকে থানায় যেতে হবে। এরপর ওই মহিলাকে এক অভিযুক্তর অটোরিক্সায় চাপিয়ে মুম্বইয়ের মালাডে নিয়ে আসা হয়। সেখানে ওই মহিলাকে আটদিন আটকে রাখা হয়। এরপর গত ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত মীরা রোডে একটি নির্মীয়মাণ বহুতলে তাঁকে তালাবন্ধ করে রেখে অত্যাচার চালানো হয়। পুলিশ জানিয়েছে, দুটি জায়গাতেই ওই মহিলাকে অভিযুক্তদের মধ্যে দুজন ধর্ষণ করে। এক মহিলা সহ বাকি তিনজন এই ঘটনায় মদত দেয়। ১৮ ফেব্রুয়ারি নির্যাতিতাকে ছাড়া হয়। গত ২৩ ফেব্রুয়ারি নির্যাতিতা থানায় অভিযোগ দায়ের করেন এবং রবিবার পাঁচ অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ তদন্ত চালাচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















