এক্সপ্লোর
মহারাষ্ট্রে ভোটের আগে ফের বিরোধী শিবিরে ভাঙন, ইস্তফা চার কং-এনসিপি বিধায়কের, যোগ দিচ্ছেন বিজেপিতে
মহারাষ্ট্রে ফের বিরোধী শিবিরে ভাঙন। ইস্তফা দিলেন কংগ্রেস ও এনসিপি-র চার বিধায়ক। রাজ্যের শাসক দল বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই তাঁরা পদত্যাগ করলেন। এনসিপি বিধায়ক শীবেন্দ্রসিনরাজে ভোসালে (সাতারা), বৈভব পিচাড় (আকোলে) ও সন্দীপ নায়েক (আরোলি) এবং কংগ্রেস বিধায়ক কালিদাস কোলাম্বকর (নইগাঁও) বিধানসভার অধ্যক্ষ হরিভাউ বাগাড়ের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন।

মুম্বই: মহারাষ্ট্রে ফের বিরোধী শিবিরে ভাঙন। ইস্তফা দিলেন কংগ্রেস ও এনসিপি-র চার বিধায়ক। রাজ্যের শাসক দল বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই তাঁরা পদত্যাগ করলেন। এনসিপি বিধায়ক শীবেন্দ্রসিনরাজে ভোসালে (সাতারা), বৈভব পিচাড় (আকোলে) ও সন্দীপ নায়েক (আরোলি) এবং কংগ্রেস বিধায়ক কালিদাস কোলাম্বকর (নইগাঁও) বিধানসভার অধ্যক্ষ হরিভাউ বাগাড়ের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন। ভোসালে বলেছেন, নিজের বিধানসভা কেন্দ্রের স্বার্থরক্ষার ক্ষেত্রেই তিনি বেশি আগ্রহী। উল্লেখ্য, তাঁর তুতোভাই উদয়ণরাজে সাতারার এনসিপি সাংসদ। বৈভব পিচাড় আহমেদনগর জেলার আকোলে তহশিলের নেতা। তিনি প্রাক্তন এনসিপি মন্ত্রী মধুকর পিচাড়ের ছেলে। বৈভবের বিধানসভা কেন্দ্র কংগ্রেসের নয়া প্রদেশ সভাপতি বালাসাহেব থোরাটের কেন্দ্রের সংলগ্ন। মহারাষ্ট্রের আসন্ন বিধানসভা নির্বাচননে রাজ্যের মোট ২৮৮ আসনের মধ্যে জোটসঙ্গীদের নিয়ে ২২০ টি আসন জয়ের লক্ষ্য সামনে রেখে এগোচ্ছে বিজেপি। মুম্বই থেকে সাতবার বিধায়ক নির্বাচিত হয়েছেনন কোম্বালকর। অন্যদিকে, শীবেন্দ্রসিনরাজে সাতারা আসনে ২০১৪-তে ৪৭,৮১৩ ভোটে জিতেছিলেন। বুধবার ওই চার বিধায়ক বিজেপিতে যোগ দেবেন বলে সূত্রের খবর। এর আগে এনসিপি-র মুম্বই শাখার প্রধান সচিন আহির শিবসেনা-য় যোগ দিয়েছেন। গত মে মাসে এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী জয়দুত ক্ষীরসাগর শিবসেনা-তে যোগ দিয়েছিলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















