এক্সপ্লোর
Advertisement
LIVE UPDATE: ‘১০ হাজার লোককে নাগরিকত্ব দেওয়ার নামে ৯ লাখ ৯০ হাজার মানুষের নাম বাদ দিতে চাইছে কেন্দ্রীয় সরকার’: মমতা বন্দ্যোপাধ্যায়
LIVE
Background
কলকাতা: জাতীয় নাগরিক পঞ্জি ও সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে আজ ফের পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুরের এইট বি বাস স্ট্যান্ড থেকে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ১২টায় মিছিল শুরু হওয়ার কথা।
যাদবপুর থানা থেকে ঢাকুরিয়া, গোলপার্ক হয়ে গড়িয়াহাট মোড়ে যাবে মিছিল। সেখান থেকে ট্রায়াঙ্গুলার পার্ক, রাসবিহারী মোড় হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল যাবে হাজরা মোড়ে। যদুবাবুর বাজারে শেষ হবে তৃণমূলের মিছিল।
আগামীকাল হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবেন তৃণমূলনেত্রী।
15:24 PM (IST) • 17 Dec 2019
গতকাল থেকে নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে মিছিল শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ ছিল তাঁর দ্বিতীয় মিছিল। আগামী কাল হাওড়া ময়দান থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে হাঁটবেন মুখ্যমন্ত্রী।
15:22 PM (IST) • 17 Dec 2019
মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘ এনআরসি আতঙ্কে অসমে ১০০ জন, বাংলায় ৩০ জন আত্মহত্যা করেছে। এর দায় কে নেবে? কারও জীবনের কোনও নিরাপত্তা নেই। আমরা সবাই নাগরিক। ভেদাভেদ করা যাবে না। নাগরিকের অধিকার কেড়ে নিতে দেব না।’
15:00 PM (IST) • 17 Dec 2019
মিছিল শেষে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারকে ফের একবার আক্রমণ করে বললেন, সংবিধানকে পর্যুদস্ত করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের পদক্ষেপে গণতন্ত্রিক কাঠামো বিপর্যস্ত। এমন কোনও জায়গা নেই আন্দোলন হচ্ছে না। মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে থাকেন। মানুষকে ভালবাসাই আমাদের ধর্ম।
বিজেপিকে সরাসরি আক্রমণ করে তিনি বলেন, একটা দল ভোটে জিতেছে বলে যা খুশি তাই করছে, আমি যদি খুশিমতো কাজ করি, সেটা মানবেন?
14:55 PM (IST) • 17 Dec 2019
সৌগত রায় বললেন -
- এনআরসির ফলে অসমে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে।
- অসাংবিধানিক পদক্ষেপ নিয়েছেন মোদি-অমিত শাহ
- নাগরিকত্ব হিন্দুরা পাবে, মুসলমানরা পাবে না, এটা হয় না।
- আন্দোলন কোনও রাজ্যে সীমাবদ্ধ নেই, দিল্লি থেকে অসম, সর্বত্র প্রতিবাদ হচ্ছে। দেশের সব বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও রাস্তায় নেমেছে।
-হিংসার পথে আন্দোলন নয়, শান্তির পথ নিতে হবে।
-এই আইন হিন্দু-মুসলমান কারও ভাল করবে না।
14:37 PM (IST) • 17 Dec 2019
মিছিল শেষে বক্তব্য রাখছেন সৌগত রায়। মঞ্চে নুসরত, মিমি, দীপেন্দু বিশ্বাস, সমরেশ চৈধুরী, মানস ভট্টাচার্য প্রমুখ।
Load More
বাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
খবর
Advertisement