এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গে ২১ মে পর্যন্ত লকডাউনের পক্ষপাতী মমতা
জরুরি নয়, এমন পণ্যের হোম ডেলিভারিতে আপাতত ছাড়।
![করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গে ২১ মে পর্যন্ত লকডাউনের পক্ষপাতী মমতা Mamata wants lockdown till 21st May in West Bengal করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গে ২১ মে পর্যন্ত লকডাউনের পক্ষপাতী মমতা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/04/28000142/Mamata.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক প্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বৈঠকে তিনি লকডাউন বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়িয়ে ২১ মে পর্যন্ত করার পক্ষপাতী তিনি।
মমতা বললেন, ‘লকডাউন নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র। রাজ্যে ২১ মে পর্যন্ত যেমন আছে চলতে পারে। রেড, অরেঞ্জ ও গ্রিন জোন চিহ্নিত করা হয়েছে। রেড জোন থেকে অরেঞ্জ জোন হলে ধাপে ধাপে ছাড়। রেড জোনে হবে বেশি কড়াকড়ি। কেউ বাড়িতে থেকে চিকিৎসা করাতে চাইলে করতে পারে। জরুরি নয়, এমন পণ্যের হোম ডেলিভারিতে আপাতত ছাড়।’ ৩ মে-র পরে আরও অনেকদিন চলতে পারে লকডাউন। প্রধানমন্ত্রীর শরীরী ভাষা দেখে এমনই অনুমান মুখ্যমন্ত্রীর।
পাশাপাশি কেন্দ্রকে আক্রমণও করলেন মমতা। বললেন, ‘কেন্দ্রীয় দল পাঠানোর যৌক্তিকতা কী? রাজ্যকে না জানিয়েই হঠাৎ হঠাৎ নির্দেশিকা কেন্দ্রের। একবার বলছে কড়াভাবে লকডাউন মানতে হবে। আবার কখনও বলছে সব দোকান খুলে দিতে হবে। দোকান খুললে রাস্তায় ভিড় বাড়বে, ফলে লকডাউন ব্যর্থ হবে।’ মোদিকে আক্রমণ করে মমতা বলেন, ‘আমরা তিন ঘণ্টা ধরে শুনেছি, বলতে দেওয়া হয়নি।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)