এক্সপ্লোর
Advertisement
মুরগীছানাকে বাঁচাতে জমানো টাকা নিয়ে হাসপাতালে চলে এল এই শিশু
সাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনাবশত ওই শিশু এক প্রতিবেশীর মুরগীছানাকে চাপা দিয়ে ফেলে। এতে প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে পড়ে শিশুটি। নিজের জমানো টাকা হাতে মুরগীছানাটিকে নিয়ে সে ছুটে যায় হাসপাতালে।
নয়াদিল্লি: এই বিশ্বে শিশুদের মনই সবচেয়ে কোমল। আর তাদের এই সুকোমল মন কোনওরকম কৃত্রিম সামাজিক নিয়মের ঘেরাটোপে আবদ্ধ থাকে না। তাদের চিন্তাভাবনা খুবই সহজ-সরল।বড়দের মধ্যে শিশুসুলভ এই সারল্যের অভাব বেশ চোখে পড়ে। কোনও দোষ করলে ফেললে যে কোনও শিশু নিসঙ্কোচে ক্ষমা চায়। নিজের ভুল অস্বীকার করে দায় ঝেড়ে ফেলার 'বড়মানুষী' তাদের থাকে না। মিজোরামে এমনই এক শিশুর সারল্য ইন্টারনেটের মন কেড়ে নিয়েছে। সাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনাবশত ওই শিশু এক প্রতিবেশীর মুরগীছানাকে চাপা দিয়ে ফেলে। এতে প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে পড়ে শিশুটি। নিজের জমানো টাকা হাতে মুরগীছানাটিকে নিয়ে সে ছুটে যায় হাসপাতালে।
এক ফেসবুক ব্যবহারকারী ওই শিশুটির ছবি শেয়ার করেছেন। সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়ে। ছবিতে শিশুটির মুখে যে আকুতি ফুটে উঠেছে, তা সবার মন কেড়ে নিয়েছে।
কেউ কেউ বলেছেন, ওই শিশুটির সংবেদনশীল হৃদয়ের যদি অর্ধেকও বড়দের মধ্যে থাকে, তাহলে বিশ্বটা স্বর্গ হয়ে উঠতে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement