এক্সপ্লোর
Advertisement
কাঁধে তুলে দৌড়ে নিয়ে এলেন কনস্টেবল, প্রাণ রক্ষা ট্রেন থেকে পড়ে জখম ব্যক্তির
হোসাঙ্গাবাদ: ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছিলেন এক ব্যক্তি। যন্ত্রণায় কাতর ওই ব্যক্তিকে দেখে আর দেরি করেননি পুলিশের এক কনস্টেবল। জখম ব্যক্তিকে কাঁধে চাপিয়ে দৌড়লেন তিনি। প্রায় দেড় কিলোমিটার দৌড়ে নিকটবর্তী রেল স্টেশনে আহতকে নিয়ে গেলেন ওই পুলিশ কর্মী। মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদের এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, কনস্টেবল পুনম বিল্লোরের সময় নষ্ট না করায় গুরুতর আহত ট্রেনযাত্রী প্রাণে রক্ষা পেয়েছেন।
শিবপুর থানার দায়িত্বপ্রাপ্ত সুনীল পটেল বলেছেন, অজিত (৩৫) নামে উত্তরপ্রদেশের ভাদোইয়ের বাসিন্দা মুম্বইগামী ট্রেন থেকে পাগধাল স্টেশনের কাছে শনিবার সকালে পড়ে গিয়েছিলেন। সকাল সাড়ে নটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। সেই সময় জরুরি ১০০ নম্বরে ডায়াল করে দুর্ঘটনার কথা জানানো হয়েছিল। কিন্তু ঘটনাস্থলে পৌঁছতে পারেনি জরুরি পরিষেবা বিভাগের গাড়ি। কারণ, এলাকাটি পাহাড়ি। কনস্টেবল বিল্লোর ও গাড়ির চালক রাহুল সাকাল্লে দৌড়ে ঘটনাস্থলে যান। এরপর সাকাল্লের সাহায্যে বিল্লোর অজিতকে কাঁধে তুলে পাগধাল স্টেশনে নিয়ে আসেন।
রেল স্টেশন থেকে অজিততে সিওনির মালওয়া এলাকার স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আঘাত গুরুতর হওয়ায় সেখান থেকে তাঁকে হোসাঙ্গাবাদ জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
পটেল জানিয়েছেন, অজিত এখন বিপন্মুক্ত। তাঁর চিকিত্সা চলছে। বিল্লোরের তত্পরতায় প্রাণ রক্ষা পেয়েছে অজিতের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement