বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি
২৩মে নির্বাচনী ফলাফলে দেশের রায় গিয়েছে এনডিএ-র পক্ষে। একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে তিন শতাধিক আসন পেয়েছে বিজেপি।
নয়াদিল্লি: আগামী সপ্তাহের বৃহস্পতিবার প্রধানমন্ত্রী পদে ফের একবার শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। রবিবার রাষ্ট্রপতি ভবনের তরফে একটি প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ৩০ মে বৃহস্পতিবার রাইসিনা হিলসে সন্ধ্যা ৭ টায় প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গে শপথ নিতে পারেন কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দফতরের একাধিক মন্ত্রীরাও। টুইটারে প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার দিনক্ষণ জানিয়ে টুইট করেছেন খোদ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
The President will administer the oath of office and secrecy to the Prime Minister and other members of the Union Council of Ministers at 7 pm on May 30, 2019, at Rashrapati Bhavan
— President of India (@rashtrapatibhvn) May 26, 2019
প্রসঙ্গত, ২৩মে নির্বাচনী ফলাফলে দেশের রায় গিয়েছে এনডিএ-র পক্ষে। একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে তিন শতাধিক আসন পেয়েছে বিজেপি। মোদির নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে মোট ৩৫৩টি আসন। তার মধ্যে ৩০৩টি আসন রয়েছে একা বিজেপির।
এই জনাদেশের পর শনিবার বিজেপি ও তার শরিক দল নরেন্দ্র মোদিকে ফের একবার তাদের নেতা নির্বাচন করেছে। এরপর ওই দিনই সন্ধ্যাবেলা বিজেপি সভাপতি অমিত শাহ সহ কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংহ, সুষমা স্বরাজ, নিতিন গডকড়ি, রামবিলাস পাসোয়ান, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, এনডিএ শরিক প্রকাশ সিংহ বাদল, উদ্ধব ঠাকরে, কে পালানিস্বামী প্রমুখ নেতারা রাইসিনা হিলসে গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন এবং নরেন্দ্র মোদিকে এনডিএ-র নেতা নির্বাচিত করার কথা জানান।
এবার সংবিধানের নীতি মেনে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেই অনুষ্ঠান সম্পন্ন হবে আগামী বৃহস্পতিবার।