এক্সপ্লোর
মোটা হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল, জবাব দিলেন সোনাক্ষী

নয়াদিল্লি: বলিউডের অনেক অভিনেত্রীই রোগা হলেও, সোনাক্ষী সিনহা কোনওদিনই সেই চেষ্টা করেন না। প্রথম থেকেই তিনি স্থুলকায়। তাতেই তিনি জনপ্রিয় হয়েছেন এবং সাফল্য পেয়েছেন। সোনাক্ষীর অভিনয় প্রশংসিত হয়েছে। কিন্তু তা সত্ত্বেও মোটা হওয়ার জন্য তাঁকে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে হয়েছে। এর কড়া জবাবও দিয়েছেন এই অভিনেত্রী। একটি এফএম চ্যানেলে সোনাক্ষী বলেছেন, ‘অনেকেই চেহারার তুলনায় অনেক বেশি কিছু। আমি এমন একজন, যে অন্যদিকে থাকতে ভালবাসি। আমি কয়েনের দুই দিকই দেখেছি। আমি যখন কিশোরী ছিলাম, তখন ওজন বেশি ছিল। এর জন্য আমার কোনও সমস্যা হয়নি। আমি কত মোটা, ওজন কমাতে হবে, সেটা কোনওদিন ভাবিনি। তবে লোকজন আমাকে মোটা বলে।’
সোনাক্ষী আরও বলেছেন, ‘আমি যেটা ভাল করতে পারি, সেটার দিকে নজর দিয়েছি। সেই কারণে আমি কোনওদিন রোগা হওয়ার জন্য চাপ অনুভব করিনি।’ চেহারার জন্য বলিউডের একাধিক অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে হয়েছে। তাঁদের মধ্যে সোনম কপূর, ঐশ্বর্য রাই বচ্চনও আছেন। তবে সোনাক্ষী বুঝিয়ে দিয়েছেন, তিনি এই বিষয়টিকে গুরুত্ব দেন না।
সোনাক্ষী আরও বলেছেন, ‘আমি যেটা ভাল করতে পারি, সেটার দিকে নজর দিয়েছি। সেই কারণে আমি কোনওদিন রোগা হওয়ার জন্য চাপ অনুভব করিনি।’ চেহারার জন্য বলিউডের একাধিক অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে হয়েছে। তাঁদের মধ্যে সোনম কপূর, ঐশ্বর্য রাই বচ্চনও আছেন। তবে সোনাক্ষী বুঝিয়ে দিয়েছেন, তিনি এই বিষয়টিকে গুরুত্ব দেন না। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















