এক্সপ্লোর
বিয়ে করতে এসে পণের দাবি, বরের মাথা মুড়িয়ে ‘সাজা’
![বিয়ে করতে এসে পণের দাবি, বরের মাথা মুড়িয়ে ‘সাজা’ On demanding dowry in lucknow groom to bald বিয়ে করতে এসে পণের দাবি, বরের মাথা মুড়িয়ে ‘সাজা’](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/10/22204809/index-1.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লখনউ: বিয়ে করতে এলে পণের আবদার করে বেজায় মুশকিলে পড়তে হল বরকে। উত্তরপ্রদেশের লখনউয়ের ইন্দিরানগরের সূর্যমনগর একালায় এই ঘটনা ঘটেছে। অভিযোগ, পণের দাবি করায় বর ও তাঁর সঙ্গীদের আটক করা হয়। এরপর বরের মাথাও মুড়িয়ে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, আব্দুল কলাম নামে এক ব্যক্তি গত রবিবার রাতে শহিদ জিয়া উল হক পার্কে বিয়ে করতে এসেছিলেন। সেখানেই পণ নিয়ে কনের পরিবারের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তিনি।
বহরাইচ জেলার বাসিন্দা আব্দুল বরযাত্রীদের নিয়ে বিয়ের আসরে পৌঁছনোর পর সোনার হার ও বাইক পণ হিসেবে দাবি করেন। একটি কোম্পানির বাইকের পরিবর্তে অন্য একটি কোম্পানির মহার্ঘ বাইকের দাবি করেন তিনি। এই দাবি নিয়ে কনের পরিবারের সঙ্গে আব্দুলের বচসা শুরু হয়। আব্দুল বরযাত্রী নিয়ে ফিরে যাওয়ারও হুমকি দেন। এরপর বরের সঙ্গে কনের বাবার তীব্র বাদানুবাদ শুরু হয়। এরইমধ্যে স্থানীয় কিছু লোকজন কনের পরিবারের পাশে দাঁড়ান। বর ও তাঁর সহযোগীদের একটা কামরায় আটকে রাখা হয়। এরপর বরের মাথার চুল কামিয়ে দেওয়া হয়।
ইন্দিরানগরের এসএইচও মুকুল বর্মা বলেছেন, পুলিশকে ঘটনার ব্যাপারে জানানো হয়েছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বর ও বরযাত্রীদের বের করে আনেন। মুকুল বর্মা আরও জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে একটা সমঝোতার চেষ্টাও পুলিশ করে। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি।Lucknow: Groom's head tonsured allegedly because he refused to marry the bride, demanding motorcycle&gold chain y'day;bride's grandmother says, "they made these demands 5 days before wedding. He refused to marry after we said we can't fulfil them.Don't know who tonsured his head" pic.twitter.com/VVAkUtnTi7
— ANI UP (@ANINewsUP) October 22, 2018
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)