নেদারল্যান্ডসে বন্দুকবাজের হামলায় নিহত ১, আহত বহু, সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা পুলিশের
দ্য হেগ: নিউজিল্যান্ডের পর এবার নেদারল্যান্ডস। শুক্রবার ক্রাইস্টচার্চের মসজিদে বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছে অন্তত ৪৯ জনের। এই ঘটনার ৭২ ঘণ্টা কাটতে না কাটতেই এবার নেদারল্যান্ডসের উটরেখ শহরে বন্দুকবাজের হামলার ঘটনা সামনে এল। উটরেখ শহরে ট্রামে বন্দুকবাজের হামলায় ১ জনের মৃত্যু হয়েছে বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে। এই ঘটনায় অনেকের আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।।
ট্যুইটে উটরেখ পুলিশ জানিয়েছে, “সকাল ১০টা বেজে ৪৫ মিনিটে (নেদারল্যান্ডসের সময় অনুযায়ী) ২৪ অক্টোবরপ্লাইনে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অনেকে আহত হয়েছেন। তদন্তের স্বার্থে ইতিমধ্যেই গোটা ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে।” উটরেখ পুলিশের তরফে এই হামলাকে সন্ত্রাসবাদী হামলা বলেই আশঙ্কা করা হচ্ছে।
A shooting occurred on the #24oktoberplein in #Utrecht. The incident has been reported at 10.45 hour. Multiple people have been injured. The surrounding area has been cordoned off and we are investigating the matter.
— Politie Utrecht (@PolitieUtrecht) March 18, 2019