এক্সপ্লোর
Advertisement
সংকীর্ণ স্বার্থে সাম্প্রদায়িক রং দিচ্ছে একটি রাজনৈতিক দল, পাগড়ি-বিতর্কে এবার ট্যুইট স্বরাষ্ট্র দফতরের
শিখ সম্প্রদায়ের প্রতি রাজ্য সরকার পূর্ণ শ্রদ্ধাশীল, ট্যুইট স্বরাষ্ট্র দফতরের।
কলকাতা: পাগড়ি-বিতর্কে এবার ট্যুইট স্বরাষ্ট্র দফতরের। ‘বাংলায় শিখ ভাইবোনেরা শান্তিতে আছেন। আমরা তাঁদের ধর্মীয় বিশ্বাসকে শ্রদ্ধা করি। সম্প্রতি বেআইনি বিক্ষোভে একটি ঘটনা ঘটে। বেআইনি অস্ত্র সহ একজনকে গ্রেফতার করা হয়। সেই ঘটনাকে বিকৃত করে দেখানো হচ্ছে। নির্দিষ্ট স্বার্থে বিষয়টিকে সাম্প্রদায়িক রং দেওয়া হচ্ছে। সংকীর্ণ স্বার্থে সাম্প্রদায়িক রং দিচ্ছে একটি রাজনৈতিক দল। বাংলা এটা বিশ্বাস করে না। পুলিশ আইন অনুযায়ী পদক্ষেপ করেছে। শিখ সম্প্রদায়ের প্রতি রাজ্য সরকার পূর্ণ শ্রদ্ধাশীল।’
বৃহস্পতিবার বিজেপির নবান্ন অভিযানের সময় বলবিন্দর সিংহ নামে এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় পিস্তল। এক বিজেপি নেতার ব্যক্তিগত দেহরক্ষীর কাছ উদ্ধার হয় এটি। আগ্নেয়াস্ত্র উদ্ধারের সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে বলবিন্দরের পাগড়ি খুলে যায়। সোশাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও ঘিরে জোর বিতর্ক। যা দেখে শুক্রবার ক্রিকেটার হরভজন সিং ট্যুইট করে লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় দয়া করে এই বিষয়টি দেখুন। এটা ঠিক নয়।’Our Sikh brothers and sisters live here in West Bengal in perfect peace and harmony, in happiness and tranquility, with respect from all of us for their faith and practices. A recent incident when one isolated individual got caught with..(1/3)
— HOME DEPARTMENT - GOVT. OF WEST BENGAL (@HomeBengal) October 11, 2020
পঞ্জাবের মুখ্যমন্ত্রীর তরফে তাঁর সংবাদমাধ্যম উপদেষ্টা রবীন ঠকরাল টুইটারে লিখেছেন, ‘এটা ঠিক হয়নি। পশ্চিমবঙ্গের পুলিশ এক শিখ যুবককে কী ভাবে হেনস্থা করছে, গ্রেফতারের সময় পাগড়ি খুলে দিচ্ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। ধর্মীয় ভাবাবেগে আঘাত করায় সংশ্লিষ্ট পুলিশকর্মীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।’....one illegally carried firearm amidst agitationists in an agitation that was not authorized is now being twisted out of context,being distorted,and being given communal colors in fractious and partisan interest.(2/3)
— HOME DEPARTMENT - GOVT. OF WEST BENGAL (@HomeBengal) October 11, 2020
পাগড়ি বিতর্কে সরব হয়েছে শিরোমণি আকালি দলও। ট্যুইটারে সুখবীর সিং বাদল লিখেছেন, ‘পশ্চিমবঙ্গ পুলিশ একজন শিখ নিরাপত্তা আধিকারিকের উপর যেরকম জঘন্য হামলা চালিয়েছে, এবং তাঁর পাগড়ির অপমান করেছেন, তার তীব্র নিন্দা করছি। এটা গোটা বিশ্বের শিখ সম্প্রদায়ের অপমান। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ওই পুলিশের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আর্জি জানাচ্ছি।’One political party is giving communal colour to the subject in narrow partisan interest in a manner that Bengal does not believe in. Policing was done as per law, but highest respect for the Sikh panth and ways from GOWB is affirmed.(3/3)
— HOME DEPARTMENT - GOVT. OF WEST BENGAL (@HomeBengal) October 11, 2020
শুক্রবারই অবশ্য পশ্চিমবঙ্গ পুলিশের তরফে ট্যুইট করে জানানো হয়, ‘বৃহস্পতিবারের প্রতিবাদ মিছিলে আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিলেন ওই ব্যক্তি। ধস্তাধস্তির সময় নিজে থেকে পাগড়ি খুলে গিয়েছিল। আমাদের কোনও অফিসার তাঁর পাগড়ি খোলার চেষ্টা করেননি। কোনও সম্প্রদায়েরই ভাবাবেগকে আঘাত করার উদ্দেশ্য নেই আমাদের।’
যদিও, এই ঘটনা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। প্রাক্তন পুলিশ কর্তাদের অবশ্য বক্তব্য, কারও কাছে আগ্নেয়াস্ত্র থাকলে, তাঁকে পুলিশ ধরবে! ধস্তাধস্তিও হতে পারে! এর সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই।
কিন্তু কে এই বলবিন্দর? বিজেপি সূত্রের বক্তব্য, বলবিন্দর ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের সঙ্গী প্রিয়াঙ্গু পান্ডের দেহরক্ষী। বিজেপির দাবি, পিস্তলটি বৈধ! কিন্তু, রাজ্য পুলিশ সূত্রে বক্তব্য, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি জম্মুর রাজৌরি জেলার বাইরে নিয়ে যাওয়ার অনুমতি নেই! অবৈধভাবে সেটি পশ্চিমবঙ্গে আনা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement