এক্সপ্লোর
Advertisement
করোনা ভ্যাকসিন: অক্সফোর্ডের প্রথম দফার ট্রায়াল ‘সফল’, মানবশরীরের জন্য ‘নিরাপদ’
ভ্যাকসিনের প্রতিরোধ ক্ষমতা আশাব্যঞ্জক। ‘দ্য ল্যানসেট’ জার্নালে প্রকাশিত প্রতিবেদনে এমনই উল্লেখ করা হয়েছে।
নয়াদিল্লি: করোনা প্রতিষেধক নিয়ে আশার কথা শোনাল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। অক্সফোর্ডের ভ্যাকসিনের প্রথম দফার ট্রায়াল সফল। প্রথম দফার ট্রায়াল অনুযায়ী ভ্যাকসিন নিরাপদ। ভ্যাকসিনের প্রতিরোধ ক্ষমতা আশাব্যঞ্জক। ‘দ্য ল্যানসেট’ জার্নালে প্রকাশিত প্রতিবেদনে এমনই উল্লেখ করা হয়েছে।
গোটা বিশ্ব এই ট্রায়ালের দিকে তাকিয়ে রয়েছে। আর তার ফলাফলের জন্য়ও ছিল অধীর অপেক্ষা। অ্যাস্ট্রা জেনেকা নামক এই ভ্যাকসিন মানব শরীরে কীভাবে কাজ করবে, কতটা সফল হবে, জানাল অক্সফোর্ড। 'ল্যানসেট' জার্নালের সম্পাদক জানিয়েছেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনের মানবদেহে ট্রায়ালের ফলাফল অত্যন্ত আশাব্যাঞ্জক। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা ভ্যাকসিন, নিরাপদ, রোগ প্রতিরোধের ক্ষমতা রাখে বলে জানিয়েছেন গবেষকরা।
চিনা সংস্থা সিনেভ্যাক বায়োটেক তাদের প্রতিষেধকের ট্রায়ালের তৃতীয় পর্যায়ে রয়েছে। ব্রাজিলে চলছে তাদের ট্রায়াল। চলতি বছরের এপ্রিল মাস থেকে ধাপে ধাপে মানবশরীরে অক্সফোর্ডের গবেষকদের আবিষ্কৃত টিকা পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়। প্রথম ধাপে সবচেয়ে কম জনকে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। যার মধ্যে অন্যতম ছিলেন এক মহিলা বিজ্ঞানী – এলিসা গ্রানাটো। তিনি নিজেই এগিয়ে এসেছিলেন টিকা নিতে। দ্বিতীয় ধাপে আরও বেশি এবং তৃতীয় ধাপে আরও বেশি মানুষকে পরীক্ষার আওতায় আনা হয়। আপাতত তৃতীয় ধাপ চলছে। যেখানে ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার স্বেচ্ছাসেবকদের শরীরেও তা প্রয়োগ করা হয়েছে বলে খবর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement