এক্সপ্লোর
Advertisement
নিখোঁজ বিএসএফ জওয়ানকে গলা কেটে হত্যা পাক বাহিনীর, দেহে বুলেটের ক্ষতচিহ্ন, সীমান্তে হাই অ্যালার্ট জারি
জম্মু ও নয়াদিল্লি: ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর সেদেশের সঙ্গে ভারতের স্বাভাবিক সম্পর্ক ফেরানোর জন্য আলাপ আলোচনা প্রক্রিয়া শুরু হতে চলেছে কিনা, এহেন জল্পনার মধ্যেই পাক সেনার নৃশংস আচরণের নমুনা প্রকাশ্যে এল। জম্মুর কাছে আন্তর্জাতিক সীমান্তে এক বিএসএফ জওয়ানের গলা কেটে নিয়েছে তারা। সরকারি সূত্রের খবর, গতকাল মঙ্গলবার রামগড় সেক্টরে পাক সেনারা এমন অমানবিক, নারকীয় কাণ্ডটি ঘটিয়েছে যার জেরে নিরাপত্তাবাহিনী গোটা আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখায় হাই অ্যালার্ট জারি করেছে। পাশাপাশি বিএসএফের তরফে পাকিস্তানি রেঞ্জার্স কর্তৃপক্ষের কাছে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
নরেন্দ্র কুমার নামে বিএসএফের ওই হেড কন্সস্টেবলের দেহে তিনটি বুলেটের ক্ষতও রয়েছে। তিনি দীর্ঘক্ষণ নিখোঁজ ছিলেন। ৬ ঘন্টার বেশি সময় পরে তাঁর দেহ পাওয়া যায়। বিএসএফ কর্তারা বলেছেন, ওই জওয়ানের বুলেটে ক্ষতবিক্ষত, গলার নলি কাটা দেহ মিলেছে। আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় বাহিনীর সঙ্গে এমন অপ্রত্যাশিত আচরণ করা হয়েছে। পাকিস্তানি জওয়ানরা রয়েছেন এর পিছনে। বিএসএফ ও বাকি সব বাহিনী যথাসময়েই এর যোগ্য পাল্টা পদক্ষেপ করবে।
সোমবারই জম্মুতে বিএসএফের স্মার্ট ফেন্স কর্মসূচির সূচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, যার উদ্দেশ্য ভারত-পাক সীমান্তে যেসব জায়গায় নজরদারির অভাব আছে, সেখানে আধুনিক প্রযুক্তি ও গ্যাজেট বসানো। পরদিনই এমন নারকীয় ঘটনা।
DG #BSF and all ranks salute the supreme sacrifice of Head Constable Narender Kumar & offer condolence to the family of the braveheart.
HC Narender attained martyrdom on 18 Sep,2018 in an unprovoked Pak firing across #Jammu #IB#अमरप्रहरी#BharatKeVeer pic.twitter.com/zQx7N3f4HU
— BSF (@BSF_India) September 19, 2018
বিএসএফের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, রামগড় সেক্টরে বিএসএফের একটি দল বড় হয়ে যাওয়া ঘাস কেটে দিতে সীমান্তে ফেন্স বা বেড়ার কাছে যেতেই তাদের নিশানা করে নির্বিচারে গুলি চালায় পাকিস্তানের লোকজন। পাল্টা জবাব দেওয়া হয় এপার থেকেও। কিন্তু পরে বিএসএফ দলটি দেখে তাদের একজন সদস্যের খোঁজ পাওয়া যাচ্ছে না। তারপর বাহিনীর সদর দপ্তর থেকে আরও লোকজন পাঠানো হয়। পুরো এলাকার নিরাপত্তা খতিয়ে দেখার পর নিখোঁজ জওয়ানের সন্ধান শুরু করে তারা। বেড়া থেকে আন্তর্জাতিক সীমান্ত পর্যন্ত জায়গাটি প্রচুর বড় বড় ঘন ঘাসে ভরা বলে তল্লাসিতে অসুবিধা হয়। তবে কিছুক্ষণের চেষ্টার পর তার দেহটি ক্ষতবিক্ষত, গলা সহ মাথায় আঘাত লাগা অবস্থায় পাওয়া যায়।
বিএসএফ কর্তারা এও জানান, ভারতীয় বাহিনীর তরফে ওপারের বাহিনী পাক রেঞ্জার্সকে ফোন করা হয়, বার্তা পাঠানো হয়, যাতে ওই জওয়ানের সন্ধানে তারাও চেষ্টা করে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement