কী কারণে নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন পামেলা অ্যান্ডারসন?
নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন।
নয়াদিল্লি: নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন কানাডিয়ান-আমেরিকান অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন। নিজের চিঠিত প্রধানত ২টি বিষয়ের ওপর ভারতীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন পামেলা। প্রথমটি, ‘দিল্লির দূষণ’ এবং দ্বিতীয়টি ভারতে ‘আমিষ আহার বর্জনের আর্জি’। নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে পামেলা লিখেছেন, “দিল্লিতে যেভাবে দূষণ ছড়িয়ে পড়েছে এবং তা সবার ক্ষতি করছে তাতে আমার হৃদয় ভীষণ ব্যাথিত। আমি একই সঙ্গে দিল্লিবাসী এবং সেই অবলা প্রাণীদের নিয়ে চিন্তিত যারা মাস্ক ব্যবহার করতে পারছে না এবং যাদের নির্দিষ্ট কোনও ঘর নেই।”
ওই চিঠিতেই নরেন্দ্র মোদিকে পরিবেশ আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্যও আর্জি জানিয়েছেন পামেলা। একই সঙ্গে সরকারি অনুষ্ঠানে আমিষ খাদ্য বর্জনের জন্যও ভারতের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন তিনি।
এখানেই শেষ নয়। চিঠিতে পরিবেশ দূষণ রোধে বেশ কিছু পরামর্শেরও উল্লেখ করেছেন পেটার ডিরেক্টর (মার্কিন যুক্তরাষ্ট্র) পামেলা অ্যান্ডারসন। এর মধ্যে প্রথমটিই হল আমিষ খাদ্য বর্জন। পামেলার পরামর্শ, মাংস, ডিম এবং দুগ্ধ জাতীয় খাদ্যের কারণে মানব শরীরে যে গ্যাসের উৎপত্তি হয় তা পরিবেশের পক্ষে ভাল নয়। মানব শরীর থেকে নির্গত গ্যাস দূষণকে তরান্বিত করে। তিনি জানিয়েছেন, যে দেশ নিরামিষ ভোজী তারা ইতিমধ্যেই জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে জোরদার লড়াই করতে সক্ষম হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে ভারতীয়রা যে জীবনসঙ্কটে পড়তে পারেন সেবিষয়েও গভীর চিন্তার কথা জানিয়েছেন পামেলা।
দেশে যে বিপুল পরিমাণে জলসঙ্কট তৈরি হয়েছে তাতে ২০৩০ সালের মধ্যে ৪০ শতাংশ ভারতীয় পানীয় জল পাবে না। এই ভবিষ্যদ্বাণী নিয়েও সতর্কবার্তা জানিয়েছেন এই হলিউড অভিনেত্রী। চিঠির শেষে নিউজিল্যান্ড, চিন, জার্মানির মতো দেশ পরিবেশ বান্ধব যে পদক্ষেপ গ্রহণ করেছে, তা উদাহরণ হিসেবে ভারতের কাছে তুলে ধরেছেন পামেলা অ্যান্ডারসন।