এক্সপ্লোর
Advertisement
বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আদর্শ জায়গা ভারত: প্রধানমন্ত্রী
৮ মাস ধরে ৮০ কোটি মানুষকে খাদ্যশস্য দিয়েছে সরকার, বললেন প্রধানমন্ত্রী।
নয়াদিল্লি: তৃতীয় ভারত-মার্কিন কৌশলগত ও অংশীদারি সম্মেলনে করোনা পরিস্থিতিতে মানব-কেন্দ্রিক উন্নয়নের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘করোনা অতিমারী সব কিছুর ওপর প্রভাব ফেলেছে। স্বাস্থ্য-অর্থনীতির ওপর প্রভাব পড়েছে। বর্তমানে ১,৬০০ করোনা টেস্ট ল্যাব রয়েছে। করোনায় সুস্থতার হার বাড়ছে। অতিমারীর পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছে ভারত। গরিবদের স্বার্থ সুরক্ষায় সরকার বদ্ধপরিকর। ৮ মাস ধরে ৮০ কোটি মানুষকে খাদ্যশস্য দিয়েছে সরকার। ব্যাঙ্ক ঋণ, ডিজিটাল লেনদেন সহজলভ্য করার প্রয়াস। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আদর্শ জায়গা ভারত। ভারত আজ বিশ্বের আস্থা অর্জন করেছে। দেশে কর কাঠামো আরও সরল করা হয়েছে। আত্মনির্ভর ভারত গড়াই লক্ষ্য’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘২০২০-র শুরুতে কি কেউ ভাবতে পেরেছিলেন এ বছর কেমন যাবে? অতিমারীর প্রভাব সবার উপরেই পড়েছে। এই অতিমারী আমাদের সহনশীলতা, জনস্বাস্থ্য ব্যবস্থা ও আর্থিক অবস্থার পরীক্ষা নিচ্ছে। বর্তমান পরিস্থিতিতে নতুন ভাবনা প্রয়োজন। মানব-কেন্দ্রিক উন্নয়ন প্রয়োজন।’
এর আগে আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফোরামের সদস্যদের সঙ্গে কথা বলেন। সোমবার এই সম্মেলনে যোগ দিয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার ভাষণ দেন রেলমন্ত্রী পীযূষ গয়াল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement