এক্সপ্লোর
Advertisement
বিজেপি ছাড়ছেন পঙ্কজা? টুইটার থেকে সরালেন দলের নাম
কিছুদিন আগে কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও তাঁর টুইটার প্রোফাইল থেকে সরিয়েছেন দলের নাম।
মুম্বই: নিজের টুইটার প্রোফাইল থেকে বিজেপির নাম সরিয়ে দিলেন মহারাষ্ট্রের বিজেপি নেত্রী পঙ্কজা মুন্ডে। ১২ তারিখ অনুগামীদের সঙ্গে সাক্ষাতের পর বড় কোনও ঘোষণা করতে পারেন তিনি। ফেসবুকে একটি পোস্ট করেছেন পঙ্কজা, তাতে লিখেছেন, ভোটের ফল বেরিয়ে গিয়েছে, রাজনৈতিক কাজকর্মও চলছে দ্রুত। কোর কমিটির বৈঠক, দলের বৈঠক- সব দেখেছি। ভোটে হারের জন্য সংবাদমাধ্যমের কাছে গিয়ে ভুলস্বীকার করেছি, বলেছি, এই হারের দায় শুধু আমারই।
প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী গোপীনাথ মুন্ডের মেয়ে পঙ্কজা আরও লিখেছেন, ৫ বছর ক্ষমতায় থেকে মানুষের সেবা করেছি। এই সেবার সুযোগ পেয়েছি আপনাদের আমার প্রতি বিশ্বাস থাকার জন্য। আজ পরাভবের পর ব্যথিত মানুষ আমাকেই মেসেজ করছেন, ফোন করছেন, দেখা করতে চাইছেন। আপনাদের সবার আমার প্রতি সমবেদনা রয়েছে। আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। আপনাদের ভালবাসা আমার কবচকুণ্ডল। একদিন গোপীনাথ মুন্ডে সাহেবই আমাকে রাজনীতিতে নিয়ে আসেন, আর একদিন তিনি আমাদের ছেড়ে চলে যান। তাঁর আদেশে রাজনীতিতে আসি, জনতার প্রতি দায়বদ্ধতা থেকে রাজনীতিতে ছিলাম। আর এখন পরিস্থিতি বিচার করে আগামী সিদ্ধান্ত নেওয়া জরুরি। ১২ তারিখ গোপীনাথ মুন্ডের জন্মদিন, ওদিন আপনাদের সঙ্গে আমি কথা বলব। আপনারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন, আমিও আপনাদের সঙ্গে কথা বলতে চাই। আপনারা ছাড়া আমার আর কেই বা আছে।
এর মধ্যে নিজের টুইটার প্রোফাইল থেকে দলের নাম সরিয়ে দিয়েছেন পঙ্কজা।
কিছুদিন আগে কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও তাঁর টুইটার প্রোফাইল থেকে সরিয়েছেন দলের নাম।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement