এক্সপ্লোর
আজ প্রদোষকালে ‘পরশুরাম জয়ন্তী’, জেনে নিন দিনটির গুরুত্ব
এবার দেশজুড়ে লকডাউন জারি থাকায় এবার সব মন্দির বন্ধ। ফলে বাড়িতেই পুজো করতে হবে।
নয়াদিল্লি: আজ পরশুরাম জয়ন্তী। আজ প্রদোষকালে এই বিশেষ দিনটি পালন করা হচ্ছে। ধরায় বিষ্ণুর অবতার পরশুরামের আবির্ভাবের মুহূর্তটি গুরুত্বপূর্ণ। বৈশাখের শুক্ল তৃতীয়া তিথিতে মা রেণুকার কোলে জন্ম হয় পরশুরামের। সেই কারণে অক্ষয় তৃতীয়ায় পরশুরাম জয়ন্তী পালন করা হয়। তবে এবারের প্রদোষকাল আজ হওয়ায় আজই পরশুরাম জয়ন্তী পালন করা হচ্ছে। তবে অনেকে আবার প্রথা অনুযায়ী আগামীকালই পরশুরাম জয়ন্তী পালন করবেন। তবে এবার দেশজুড়ে লকডাউন জারি থাকায় এবার সব মন্দির বন্ধ। ফলে বাড়িতেই পুজো করতে হবে।
পরশুরামের পুজো করতে হয় সকালে স্নান করার পর। পুজোর উপকরণ সামান্যই। জল ও ফুল দিয়েই পুজো করতে হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, হনুমান ও অশ্বত্থামার মতোই সশরীরে বিশ্বে আবির্ভাব হয় পরশুরামের। তিনি ন্যায়ের দেবতা।
ত্রেতাযুগে শ্রীরাম যখন শিবের ধনুক ভেঙে দেন, তখন মহেন্দ্র পর্বতে তপস্যা করছিলেন। তিনি ধনুক ভাঙার খবর পেয়ে রামের উপর রেগে যান। তবে পরে রামের বিষয়ে সব কথা জানার পর তিনি প্রসন্ন হন। তিনি রামের সঙ্গে সন্ধি করেন। এরপর যখন দ্বাপরযুগে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়, তখন তাঁকে সুদর্শন চক্র ফিরিয়ে দেন পরশুরাম।
ভার্গব নামেও পরিচিত পরশুরাম। তিনি পশু-পাখির ভাষা বুঝতে পারতেন। সব ধরনের ফুল-ফলের সঙ্গেও তিনি পরিচিত ছিলেন। তবে তিনি অল্পেই ক্রুদ্ধ হয়ে যেতেন। পুরাণ অনুযায়ী, তিনি একবার শিবের সঙ্গে দেখা করতে কৈলাসে যান। কিন্তু তাঁর পথ আটকান গণেশ। এতেই ক্ষুব্ধ হয়ে গণেশের একটি পা ভেঙে দেন পরশুরাম।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement